× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দুবাইয়ে প্রায় ৩ কোটি টাকার লটারি জিতেছেন বাংলাদেশি প্রবাসী

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৭ মার্চ ২০২৩ ১৫:০৫ পিএম

আপডেট : ২৭ মার্চ ২০২৩ ১৫:৩৯ পিএম

সবশেষ গত শনিবার মাহজুজ সাপ্তাহিক লটারির ১২১ তম ড্র অনুষ্ঠিত হয়েছে। ছবি: সংগৃহীত

সবশেষ গত শনিবার মাহজুজ সাপ্তাহিক লটারির ১২১ তম ড্র অনুষ্ঠিত হয়েছে। ছবি: সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে ১০ লাখ দিরহাম বা ২ কোটি ৮৬ লাখ টাকা জিতেছেন বাংলাদেশি প্রবাসী মোহাম্মদ জাহেদুল ইসলাম।সাপ্তাহিক মাহজুজের র‌্যাফেল ড্রতে এ পুরস্কার পেয়েছেন তিনি।

সবশেষ গত শনিবার মাহজুজ সাপ্তাহিক লটারির ১২১তম ড্র অনুষ্ঠিত হয়েছে। এ লটারিতে প্রতিনিয়ত নতুন নিয়ম যুক্ত করা হয়। এবারের নতুন নিয়মানুসারে, প্রত্যেক সপ্তাহে ১০ লাখ দিরহাম জিতে কোটিপতি হতে পারেন একজন ভাগ্যবান ব্যক্তি। আর সে লটারিটিই জিতেছেন বাংলাদেশি প্রবাসী জাহেদুল ইসলাম। তার র‌্যাফেল আইডি নম্বর ৩২২৮৪৪৫৬।

এবারের মাহজুজের ড্রতে মোট ১ হাজার ৬৩ জন অংশগ্রহণকারী ১৪ লাখ ৬৩ দিরহাম, বাংলাদেশি মুদ্রায় ৪ কোটি ১৯ লাখেরও বেশি টাকা জিতেছেন। তবে এ সপ্তাহে শীর্ষ পুরস্কার ২ কোটি দিরহামের একক কোনো দাবিদার পাওয়া যায়নি। দ্বিতীয় পুরস্কারের জন্য যে নম্বরটি (২,৪,২১,২৪,৩৫) ছিল তার সঙ্গে মিল পাওয়া গেছে আরও ১০ জনের নম্বরের। তারা পুরস্কারের ২ লাখ দিরহাম প্রত্যেকে সমানভাবে ভাগ করে নেবেন। এ ছাড়া আরও একটি পুরস্কারের নম্বরের সঙ্গে মিল রয়েছে ১ হাজার ৫২ জন অংশগ্রহণকারীর। তারা প্রত্যেকেই ২৫০ দিরহাম করে পেয়েছেন।

এছাড়া রমজান উপলক্ষে আলাদা একটি ড্রতে প্রথম পুরস্কার হিসেবে ১০০ গ্রাম গোল্ড কয়েন জিতেছেন মেরি গ্রেস। আগামী সপ্তাহের লটারিতে বিজয়ী পাবেন ২০০গ্রাম ওজনের গোল্ড কয়েন। 

প্রতি সপ্তাহের শনিবার রাত ৯টায় মাহজুজ র‌্যাফেল ড্র হয়ে থাকে। ৩৫ দিরহাম বা বাংলাদেশি ১ হাজার টাকা দিয়ে মাহজুজের এক বোতল কিনে সাপ্তাহিক এ ড্রতে অংশ নেওয়া যায়। যার শীর্ষ পুরস্কার ২০ লাখ দিরহাম।

সূত্র: গালফ নিউজ

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা