× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রাশিয়ার ‘পারমাণবিক ব্ল্যাকমেইল’ রোধে জরুরি বৈঠক চায় কিয়েভ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৭ মার্চ ২০২৩ ১৩:৫১ পিএম

আপডেট : ২৭ মার্চ ২০২৩ ১৪:১৮ পিএম

ইউক্রেন আক্রমণের এক বছর পূর্তি উপলক্ষে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের গত বৈঠকে এক মুহূর্ত নীরবতা পালন করা হয়। ছবি : সংগৃহীত

ইউক্রেন আক্রমণের এক বছর পূর্তি উপলক্ষে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের গত বৈঠকে এক মুহূর্ত নীরবতা পালন করা হয়। ছবি : সংগৃহীত

রাশিয়ার ‘পারমাণবিক ব্ল্যাকমেইল’ ঠেকাতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক চাচ্ছে ইউক্রেন।

বেলারুশে রাশিয়া কৌশলগত পারমাণবিক অস্ত্র মোতায়েন করার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘোষণার পর কিয়েভ রবিবার (২৬ মার্চ) এ দাবি জানায়।

পুতিন আরও বলেছেন, তার এ পরমাণু অস্ত্রের মোতায়েন যুক্তরাষ্ট্রের নেওয়া পদক্ষেপেরই অনুরূপ।

বেলজিয়াম, জার্মানি, ইতালি, নেদারল্যান্ডস ও তুরস্কের ঘাঁটিসমূহে এ ধরনের অস্ত্রের মজুদ রেখেছে ওয়াশিংটন।

এদিকে রবিবার ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেফ বরেল বলেছেন, বেলারুশ রাশিয়ার অস্ত্র রাখলে মিনস্কের ওপর নতুন অবরোধ আরোপ করা হবে।

তিনি এক টুইট বার্তায় বলেছেন, ‘বেলারুশ রাশিয়ার পারমাণবিক অস্ত্রের হোস্টিং মানে একটি দায়িত্বজ্ঞানহীন কাজ, যা ইউরোপীয় নিরাপত্তার জন্য হুমকি। বেলারুশ এখনও এটি বন্ধ করতে পারে, যদিও বন্ধ করবে কি না সেটা তাদের পছন্দ। ইইউ আরও নিষেধাজ্ঞার মাধ্যমে ওই পদক্ষেপের প্রতিক্রিয়া জানাতে প্রস্তুত।’

ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, তারা ক্রেমলিনের ‘পারমাণবিক ব্ল্যাকমেইল’ ঠেকাতে যুক্তরাজ্য, চীন, যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের কাছ থেকে কার্যকর পদক্ষেপ আশা করছে।

মন্ত্রণালয় আরও বলেছে, এ পরিপ্রেক্ষিতে আমরা জরুরি ভিত্তিতে নিরাপত্তা পরিষদের ব্যতিক্রমী বৈঠক চাই।

পুতিন শনিবার এক ঘোষণায় বলেছিলেন, রাশিয়া আন্তর্জাতিক পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তির লঙ্ঘন না করেই প্রতিবেশী ও মিত্র দেশ বেলারুশে পরমাণু অস্ত্র মজুদ করবে।

ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয় রাশিয়াকে তার দায়দায়িত্ব লঙ্ঘন এবং পরমাণু নিরস্ত্রীকরণ নীতি ও আন্তর্জাতিক নিরাপত্তাব্যবস্থা ধ্বংসের জন্য অভিযুক্ত করেছে।

সূত্র : আরএফআই

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: protidinerbangladesh.pb@gmail.com

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: pbad2022@gmail.com

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: pbonlinead@gmail.com

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: pbcirculation@gmail.com

বিজ্ঞাপন মূল্য তালিকা