× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সিরিয়ায় ড্রোন হামলায় যুক্তরাষ্ট্রের ঠিকাদার নিহত, পাঁচ সেনা আহত

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৪ মার্চ ২০২৩ ১২:৩৬ পিএম

আপডেট : ২৪ মার্চ ২০২৩ ১৪:১৩ পিএম

২০২০ সালে সিরিয়ায় প্রশিক্ষণ নিচ্ছে যুক্তরাষ্ট্রের নেতৃৃত্বাধীন জোট বাহিনী। ছবি : সংগৃহীত

২০২০ সালে সিরিয়ায় প্রশিক্ষণ নিচ্ছে যুক্তরাষ্ট্রের নেতৃৃত্বাধীন জোট বাহিনী। ছবি : সংগৃহীত

সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলের একটি সামরিক ঘাঁটিতে ড্রোন হামলায় যুক্তরাষ্ট্রের এক ঠিকাদার নিহত এবং তাদের পাঁচ সেনা ও অন্য এক ঠিকাদার আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৩ মার্চ) রাতে খবরটি নিশ্চিত করেছে পেন্টাগন।

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তরের এক বিবৃতিতে বলা হয়, ‘সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে হাসাকাহের কাছে কোয়ালিশনের সামরিক ঘাঁটির একটি মেরামত কেন্দ্রে ড্রোন হামলায় এক মার্কিন ঠিকাদার নিহত এবং তাদের পাঁচ সেনা ও আরও একজন ঠিকাদার আহত হয়েছেন।’

বিবৃতিতে আরও বলা হয়, যুক্তরাষ্ট্রের গোয়ন্দারা ড্রোনটিকে ইরানের বলে ধারণা করছেন।

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সচিব লয়েড জে. অস্টিন বলেছেন, ওই হামলার প্রতিক্রিয়ায় প্রেসিডেন্ট জো বাইডেনের নির্দেশে সিরিয়ার ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড কর্পসের (আইআরজিসি) সঙ্গে যুক্ত গোষ্ঠীগুলোর ব্যবহৃত পূর্ব স্থাপনায় বিমান হামলার নির্দেশ দেওয়া হয়েছে।

অস্টিন আরও বলেছেন, ‘এই সূক্ষ্ম হামলাগুলো যুক্তরাষ্ট্রের কর্মীদের সুরক্ষা এবং রক্ষা করার উদ্দেশ্যে করা হয়েছে। যুক্তরাষ্ট্র ক্রমবর্ধমান ঝুঁকি সীমিত করতে এবং হতাহতের সংখ্যা কমানোর উদ্দেশ্যে আনুপাতিক এবং ইচ্ছাকৃত পদক্ষেপ নিয়েছে।‘

এ ছাড়া তিনি বলেন, ‘প্রেসিডেন্ট বাইডেন স্পষ্ট করেছেন যে, আমরা আমাদের জনগণকে রক্ষা করার জন্য প্রয়োজনীয় সমস্ত ব্যবস্থা নেব এবং সর্বদা আমাদের স্বার্থের জায়গায় প্রতিক্রিয়া জানাব। কোনো গোষ্ঠী দায়মুক্তি নিয়ে আমাদের সেনাদের আঘাত করবে না।’

যুক্তরাষ্ট্রের ওই বিমান হামলা তেহরান-ওয়াশিংটন সম্পর্কের মাঝে উত্তেজনা সৃষ্টি করতে পারে।

সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ডের প্রধান জেনারেল মাইকেল ই. কুরিলা বৃহস্পতিবার হাউস আর্মড সার্ভিসেস কমিটির কাছে সাক্ষ্য দিয়ে বলেছেন, ‘ইরানের সাহায্যপুষ্ট বিশাল প্রক্সি বাহিনী পুরো অঞ্চলে অস্থিতিশীলতা ছড়িয়ে দিয়েছে এবং আমাদের আঞ্চলিক অংশীদারদের হুমকি বাড়াচ্ছে।’

ইসলামি বিপ্লবী গার্ড কর্পস ইরানের সশস্ত্র বাহিনীর একটি শক্তিশালী শাখা, যা সামরিক বাহিনীর সঙ্গে সমান্তরালভাবে কাজ করে। এটি ইরানের সীমানা সুরক্ষিত করার কাজ করে এবং এ বাহিনীর বিদেশি শাখা কুদস ফোর্স, মধ্যপ্রাচ্য এবং তার বাইরে অভিযান পরিচালনা করে থাকে। যুক্তরাষ্ট্র একে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে চিহ্নিত করেছে।

সূত্র : নিউইয়র্ক টাইমস

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: protidinerbangladesh.pb@gmail.com

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: pbad2022@gmail.com

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: pbonlinead@gmail.com

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: pbcirculation@gmail.com

বিজ্ঞাপন মূল্য তালিকা