× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রমজান উপলক্ষে সাজছে লন্ডন

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২২ মার্চ ২০২৩ ১৭:৫১ পিএম

আপডেট : ২২ মার্চ ২০২৩ ১৮:১৮ পিএম

রমজান উপলক্ষে লন্ডন শহরের দুটি ব্যস্ততম এলাকা পিকাডিলি ও লিসেস্টার স্কোয়ারকে সংযুক্তকারী কভেন্ট্রি স্ট্রিটে আলোকসজ্জা । ছবি : সংগৃহীত

রমজান উপলক্ষে লন্ডন শহরের দুটি ব্যস্ততম এলাকা পিকাডিলি ও লিসেস্টার স্কোয়ারকে সংযুক্তকারী কভেন্ট্রি স্ট্রিটে আলোকসজ্জা । ছবি : সংগৃহীত

রমজান উপলক্ষে লন্ডন শহরের দুটি ব্যস্ততম এলাকা পিকাডিলি ও লিসেস্টার স্কোয়ারকে সংযুক্তকারী কভেন্ট্রি স্ট্রিটে আলোকসজ্জা করা হয়েছে। যদিও ওয়েস্ট এন্ড কেনাকাটার জন্য বেশ জনপ্রিয় জায়গা। রমজান মাসে সেখানে বেচাকেনা বহুগুণে বেড়ে যায়। যাকে বলা হয় ‘রমজান রাশ’। উল্লেখ্য, লন্ডনে মুসলিমদের সংখ্যা অন্যান্য এলাকার চেয়ে বেশি। লন্ডনের প্রায় ১৫ শতাংশ বাসিন্দাই মুসলিম।

প্রথমবারের মতো সেন্ট্রাল লন্ডনের আইকনিক ওয়েস্ট এন্ডের বেশ কিছু সড়কে রঙিন বাতি লাগানো হয়েছে। অর্ধচন্দ্রাকার চাঁদ, তারা এবং ঐতিহ্যবাহী লণ্ঠনের মতো শো-পিস দিয়ে সড়কগুলো সাজানো হয়েছে। রমজানের আগমনী বার্তা হিসেবে লেখা হয়েছে হ্যাপি রামাদান। সব মিলিয়ে বেশ সাজসাজ রব সেখানে। লোকজন সামাজিক যোগাযোগমাধ্যমে এসব ছবি শেয়ার করছে।

হিজরি বর্ষপঞ্জির সবচেয়ে পবিত্র মাস রমজান। আগামী কাল বৃহস্পতিবার  থেকেই বিশ্বের অনেক দেশে এই রমজান শুরু হচ্ছে। এ উপলক্ষে যুক্তরাজ্যের বাজারে এবার পাওয়া যাচ্ছে পবিত্র কাবাঘরের আদলে তৈরি স্বর্ণের বার। দেশটির সবচেয়ে পুরোনো মুদ্রা প্রস্তুতকারী প্রতিষ্ঠান রয়েল মিন্ট এবার তৈরি করেছে। রমজান ও ঈদ উপহার হিসেবে পণ্যটি বাজারে আনা হয়েছে। পবিত্র কাবাঘরের আদলে তৈরি ১২টির ওজন ২০ গ্রাম। দ্য মুসলিম কাউন্সিল অব ওয়েলসের নির্দেশনায় এই বারটির নকশা করেছেন এমা নোবল। সূত্র : মিডলইস্টমনিটর

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা