× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

তুরস্ক ও সিরিয়ার সাহায্যার্থে দাতাগোষ্ঠীর সম্মেলন

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২০ মার্চ ২০২৩ ১৪:২৮ পিএম

আপডেট : ২০ মার্চ ২০২৩ ১৪:২৯ পিএম

ত্রাণ সংস্থাগুলো তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য তাদের অঙ্গীকার বাড়ানোর জন্য দাতাদের প্রতি আহ্বান জানিয়েছে। ছবি : সংগৃহীত

ত্রাণ সংস্থাগুলো তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য তাদের অঙ্গীকার বাড়ানোর জন্য দাতাদের প্রতি আহ্বান জানিয়েছে। ছবি : সংগৃহীত

তুরস্ক ও সিরিয়ায় শক্তিশালী ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য আন্তর্জাতিক দাতাদের কাছ থেকে তহবিল সংগ্রহের লক্ষে ইউরোপীয় ইউনিয়ন সোমবার (২০ মার্চ) ব্রাসেলসে একটি সম্মেলনের আয়োজন করতে যাচ্ছে। 

গত মাসে তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলজুড়ে এবং যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার বিভিন্ন অঞ্চলে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে উভয় দেশের অনেক নগরী লন্ডভন্ড হয়ে যায় এবং ৫০ হাজারেরও বেশি মানুষ প্রাণ হারায়। 

ভূমিকম্পের আঘাতে লাখ লাখ মানুষ গৃহহীন হয়ে পড়েছে। জাতিসংঘের প্রাথমিক হিসেব অনুযায়ী, এতে কেবলমাত্র তুরস্কের ক্ষয়ক্ষতির পরিমাণ ১০০ বিলিয়ন ডলার হতে পারে। গত সপ্তাহে এই অঞ্চলে আকস্মিক বন্যায় ১৪ জনের মৃত্যু হয়েছে এবং দুর্দশা বাড়িয়েছে।

ইউএনডিপি চলতি মাসের শুরুতে জরুরি অর্থায়নের জন্য ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে ডাকা সম্মেলনে তেমন সাড়া না পাওয়ার ব্যাপারে অসন্তোষ প্রকাশ করে।

সাহায্য সংস্থা আন্তর্জাতিক উদ্ধার কমিটি (আইআরসি) দাতাদের অন্তত তুরস্কের জন্য এক বিলিয়ন এবং সিরিয়ার জন্য ৩৯ কোটি ৭০ লাখ ডলার সম্পূর্ণ অর্থায়নের জন্য জাতিসংঘের জরুরি আবেদন নিশ্চিত করার আহ্বান জানিয়েছে।

জাতিসংঘ বলেছে, তুরস্কের আবেদনের এখন পর্যন্ত মাত্র ১৬ শতাংশ পূরণ হয়েছে। এক্ষেত্রে সিরিয়ার পূরণ হয়েছে ৭২ শতাংশ।

আইআরসি সিরিয়া কান্ট্রি ডিরেক্টর তানিয়া ইভান্স বলেন, ভূমিকম্পের পর থেকে এক মাসেরও বেশি সময় পার হলেও ক্ষতিগ্রস্ত বিভিন্ন অঞ্চলের পরিস্থিতি এখনো হতাশাগ্রস্ত অবস্থায় রয়েছে।

সূত্র : আরএফআই

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা