× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইমরান খানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা স্থগিত করল ইসলামাবাদ হাইকোর্ট

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৭ মার্চ ২০২৩ ১৯:৪৩ পিএম

আপডেট : ১৭ মার্চ ২০২৩ ১৯:৫৮ পিএম

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ১৮ মার্চ পর্যন্ত স্থগিত করেছে ইসলামাবাদ হাইকোর্ট। ছবি : সংগৃহীত

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ১৮ মার্চ পর্যন্ত স্থগিত করেছে ইসলামাবাদ হাইকোর্ট। ছবি : সংগৃহীত

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ১৮ মার্চ পর্যন্ত স্থগিত করেছে ইসলামাবাদ হাইকোর্ট। শুক্রবার (১৭ মার্চ) সামনে এসেছে এ খবর। ইমরান খানকে শনিবার ট্রায়াল কোর্টে হাজির হওয়ারও নির্দেশনা দেওয়া হয়েছে। ইমরানের বিরুদ্ধে তোষাখানা মামলার শুনানি চলছে সেখানে। আদালতে উপস্থিত ইমরানের পক্ষের আইনজীবী বলেছেন, যাই হয়ে যাক না কেন, ইমরান শনিবার আদালতে হাজির হবেন।

ডনের প্রতিবেদন বলছে, জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা স্থগিতের রায়টি দিয়েছেন ইসলামাবাদ হাইকোর্টের বিচারক ফারুক। তিনি ইসলামাবাদ সেশন আদালত এবং পুলিশকে ইমরানের জন্য পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করারও নির্দেশ দিয়েছেন। ইমরানকেও ১৮ মার্চে আদালতে হাজির থাকার নির্দেশ দেন এ বিচারক।

তোষাখানা মামলার শুনানিতে টানা অনুপস্থিত থাকার কারণে ফেব্রুয়ারির শেষভাগে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করে ইসলামাবাদ সেশন আদালত। পরে তাকে গ্রেপ্তারে তার জামান পার্কের বাড়িতে পুলিশ যায়। দুবারই ইমরানের সমর্থকদের তোপের মুখে ফিরে আসতে হয়। দ্বিতীয়বার (গত বুধবার) পরিস্থিতি অস্থির হয়ে ওঠে, জামান পার্ক পরিণত হয় রণক্ষেত্রে। পরে লাহোর হাইকোর্টের নির্দেশে ফিরে যায় পুলিশ। সেবার গ্রেপ্তার অভিযান স্থগিত করা হয় পরের দিন সকাল ১০টা পর্যন্ত। ইমরান সমর্থকদের সঙ্গে সংঘর্ষে আহত হয়েছিলেন ৫৪ পুলিশ কর্মকর্তা। আদালতে বিচারক বলেছিলেন, আমি লাহোরে শান্তি চাই।

সূত্র : ডন

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা