× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঘূর্ণিঝড় ফ্রেডি

মালাউই, মোজাম্বিকে মৃতের সংখ্যা শতাধিক

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৪ মার্চ ২০২৩ ১৪:৫২ পিএম

মালাউইয়ের সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে মালাউইয়ের দ্বিতীয় বৃহত্তম শহর ব্লান্টাইরের কাছের চিলোবওয়ের একটি পাহাড়ি বসতিতে। ছবি : সংগৃহীত

মালাউইয়ের সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে মালাউইয়ের দ্বিতীয় বৃহত্তম শহর ব্লান্টাইরের কাছের চিলোবওয়ের একটি পাহাড়ি বসতিতে। ছবি : সংগৃহীত

ঘূর্ণিঝড় ফ্রেডি’র আঘাতে মালাউই এবং মোজাম্বিকে শতাধিক মানুষের মৃত্যুর খবর পাওয়া গেছে।

ফ্রেডি ফেব্রুয়ারির শেষের দিকে প্রথম আঘাতের পর দ্বিতীয়বারের মতো দক্ষিণ আফ্রিকার হামলে পড়েছে বলে জানা গেছে।

ফ্রেডি’র আঘাতে ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছে মালাউই। সেখানে ভুমি ধসে বাড়িঘর এবং ঘুমন্ত বাসিন্দারা ভেসে যাওয়ায় কমপক্ষে ৯৯ জন মারা গেছে। আহত হয়েছেন আরও ১৩৪ জন এবং ১৬ জন নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে। 

মালাউইয়ের বাণিজ্যিক রাজধানী ব্ল্যান্টাইরেই প্রাণ হারিয়েছেন ৮৫ জন।

দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক বিভাগের কমিশনার চার্লস কালেম্বা গত সোমবার এক সংবাদ সম্মেলনে বলেছেন, ‘আমদের ধারণা মৃতের সংখ্যা বাড়বে।’

এদিকে, প্রতিবেশী মোজাম্বিকে কমপক্ষে ১০ জন মারা গেছে এবং ১৪ জন আহত হয়েছে।

মোজাম্বিকের ন্যাশনাল ইনস্টিটিউট ফর ডিজাস্টার ম্যানেজমেন্ট বলেছে, ঝড়ের ফলাফল প্রত্যাশার চেয়েও খারাপ ছিল।

জাতিসংঘ জানিয়েছে, ওই ঝড়ে ১১ হাজারেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে।

মালাউই এয়ারলাইনস জানিয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সমস্ত ফ্লাইট বাতিল করা হয়েছে।

সূত্র : আলজাজিরা

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: protidinerbangladesh.pb@gmail.com

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: pbad2022@gmail.com

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: pbonlinead@gmail.com

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: pbcirculation@gmail.com

বিজ্ঞাপন মূল্য তালিকা