× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বুরকিনা ফাসোতে গত মাসে নিহত ৬০ : মানবাধিকার প্রতিবেদন

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৮ মার্চ ২০২৩ ১৪:০৭ পিএম

আপডেট : ০৮ মার্চ ২০২৩ ১৪:০৮ পিএম

হামলার ভয়াবহতা এতটাই ব্যাপক ছিল যে সেনাবাহিনী এলাকা ছেড়ে পালিয়েছে। ছবি : সংগৃহীত

হামলার ভয়াবহতা এতটাই ব্যাপক ছিল যে সেনাবাহিনী এলাকা ছেড়ে পালিয়েছে। ছবি : সংগৃহীত

গত মাসে পূর্ব বুরকিনা ফাসোতে একটি সম্প্রদায়ের উপর সন্দেহভাজন জিহাদি গোষ্ঠীর হামলায় প্রায় ৬০ জন নিহত হয়েছে। 

গত মঙ্গলবার (৭ মার্চ) একটি মানবাধিকার গ্রুপ তাদের প্রতিবেদনে এ খবর জানিয়েছে। তবে, এ প্রতিবেদন তৈরীতে সরকারি তথ্য সংগৃহ করতে পারেনি তারা। 

বুরকিনাবে মুভমেন্ট ফর হিউম্যান অ্যান্ড পিপলস রাইটস (এমবিডিএইচপি) নামে ওই মানবাধিকার গ্রুপ এক বিবৃতিতে জানিয়েছে, সশস্ত্র জিহাদি সন্ত্রাসী গোষ্ঠী কমিউনে (পার্টিয়াগা) গত ২৬ ফেব্রুয়ারি হামলা চালিয়ে হত্যা, সম্পত্তি ধ্বংস করা ছাড়াও গবাদি পশু নিয়ে গেছে।

তারা আরও জানিয়েছে, নিরাপত্তা বাহিনীর কোনো হস্তক্ষেপ না থাকায় স্থানীয় জনগনের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। 

মানবাধিকার সংগঠনের বিবৃতিতে বলা হয়েছে, ‘হামলায় প্রায় ৬০ জন নিহত হওয়ার পাশাপাশি বেশ কিছু মানুষ নিখোঁজ রয়েছে।’

এমবিডিএইচপি হতাহতের সরকারি পরিসংখ্যান না পাওয়ার কড়া সমালোচনা করেছে।

পূর্বাঞ্চলের গভর্নর হুবার্ট ইয়ামিওগো গত সপ্তাহে বলেছিলেন যে, ‘যত তাড়াতাড়ি সম্ভব সেখানে একটি নিরাপত্তা চৌকি স্থাপন করা হবে।’

এমবিডিএইচপি বলেছে, হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং বিপুল সংখ্যাক মানুষ বাস্তচ্যুত হয়েছে।

তারা কর্তৃপক্ষকে স্থানীয়দের এবং তাদের সম্পত্তি সুরক্ষিত করার আহ্বান জানিয়েছে।

হামলার পর স্থানীয় বাসিন্দারা তাদের ওপর হামলার বর্ণনা দিতে গিয়ে জানিয়েছে, হামলার ভয়াবহতা এতটাই ব্যাপক ছিল যে সেনাবাহিনী ওই এলাকা ছেড়ে পালিয়েছে।

হামলার তিন দিন পর কয়েক হাজার মানুষ নিরাপত্তার দাবিতে নিকটবর্তী শহর দিয়াপাগায় বিক্ষোভ করে।

বছরের শুরু থেকে বুরকিনা ফাসোতে জিহাদি গ্রুপের সহিংসতা তীব্র হয়েছে। প্রায় প্রতি সপ্তাহেই সেখানে কয়েকজন করে সেনা নিহত হয়েছে।

সূত্র : ব্যারনস

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা