× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

করোনার উৎপত্তি নিয়ে কার কাছে কী তথ্য, জানতে চায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৪ মার্চ ২০২৩ ১০:২৮ এএম

আপডেট : ০৪ মার্চ ২০২৩ ১০:৫৬ এএম

চীনের কোভিড মহামারী প্রতিরোধ কর্মীরা। ছবি : সংগৃহীত

চীনের কোভিড মহামারী প্রতিরোধ কর্মীরা। ছবি : সংগৃহীত

সম্প্রতি যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা দাবি করেছিলেন, বিশ্বে বিপর্যয় সৃষ্টি করা করোনাভাইরাস সম্ভবত চীনের ল্যাব থেকে ছড়িয়ে থাকতে পারে এবং বেইজিং যথারীতি তা অস্বীকার করেছিল। তবে যুক্তরাষ্ট্রের এমন দাবির প্রেক্ষাপটে এবার নড়েচড়ে বসেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

সংস্থাটির পক্ষ থেকে এরই মধ্যে বিশ্বের সব দেশকে আহ্বান জানানো হয়েছে, কোভিড-১৯-এর উৎস সম্পর্কে তারা কী জানে তা প্রকাশ করার।

শুক্রবার (৩ মার্চ) এক বিবৃতিতে ডব্লিউএইচওর মহাপরিচালক টেড্রোস আধানম ঘেব্রেইসাস বলেন, ‘যদি কোনো দেশের কাছে মহামারির উৎপত্তি সম্পর্কে তথ্য থাকে তাহলে তা বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্প্রদায়ের সঙ্গে শেয়ার করা অপরিহার্য। কাউকে দোষ দেওয়ার জন্য নয়, বরং এ মহামারিটি কীভাবে শুরু হয়েছিল সে সম্পর্কে আমাদের বোঝার জন্য। যাতে ভবিষ্যতে মহামারি প্রতিরোধে প্রস্তুতি নিতে পারি এবং দ্রুত প্রতিক্রিয়া জানাতে পারি।’

একই সঙ্গে তিনি জানিয়েছেন, ভাইরাসের উৎস সম্পর্কে অনেক অনুমান টেবিলে রয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এর উৎস অনুসন্ধানে চেষ্টা থামিয়ে দেয়নি।

যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (এফবিআই) পরিচালক ক্রিস্টোফার ওয়ে গত সপ্তাহে ফক্স নিউজকে বলেছিলেন, ‘এফবিআই কোভিড-১৯ মহামারির উৎস মূল্যায়ন করেছে। সম্ভবত উহানে একটি সম্ভাব্য ল্যাবের ঘটনা এটি।’

উহান হলো চীনের শহর, যেখানে মূলত দেশটির ভাইরাস গবেষণাকেন্দ্র অবস্থিত এবং এ শহরেই করোনাভাইরাস প্রথম শনাক্ত হয়।  

সূত্র : আলজাজিরা

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা