× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আমাজনে যেভাবে কাটালেন এক মাস

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০২ মার্চ ২০২৩ ১৩:৪০ পিএম

আপডেট : ০২ মার্চ ২০২৩ ১৮:১১ পিএম

আমাজনের গহিন জঙ্গল থেকে এক মাস পর উদ্ধার করা হয় জোনাথন অ্যাকোস্টাকে। ছবি : সংগৃহীত

আমাজনের গহিন জঙ্গল থেকে এক মাস পর উদ্ধার করা হয় জোনাথন অ্যাকোস্টাকে। ছবি : সংগৃহীত

আমাজনের উত্তর বলিভিয়া অংশে চার বন্ধু বেরিয়ে পড়েছিলেন শিকার করতে, কিন্তু পথিমধ্যে হয়ে গেল বিচ্ছেদ। এরপর এক বন্ধু আমাজনের গহিন জঙ্গলে একা একা কাটালেন ৩১ দিন। সম্প্রতি তাকে উদ্ধার করেছে তার বন্ধু ও স্থানীয় কিছু লোকজন। জঙ্গলে সেসব দিন পার করে কীভাবে টিকে থাকার লড়াই চালিয়ে গেছেন, তা জানিয়েছেন ৩০ বছর বয়সি জোনাথন অ্যাকোস্টা।

তিনি বলেন, নিজের জুতায় জমে থাকা জল পান করেন। এ ছাড়া খেয়েছেন পোকামাকড়। জঙ্গলে জাগুয়ার ও বন্যশূকরের মতো প্রাণীগুলো থেকে বাঁচতে লুকিয়ে থাকতে হতো তাকে।

আবেগজড়িত কণ্ঠে জোনাথন বলেন, ‘এটি অবিশ্বাস্য। আমি বিশ্বাস করিনি যে মানুষ আমাকে এতদিন ধরে খুঁজবে। আমি পোকামাকড় খেয়েছি। পেঁপের মতো দেখতে বুনোফল খেয়েছি। বিশ্বাস করবেন না, শুধু বেঁচে থাকার জন্য আমাকে এসব করতে হয়েছে।’

‘আমি সৃষ্টিকর্তাকে অশেষ ধন্যবাদ জানাই, কারণ তিনি আমাকে এই নতুন জীবন দিয়েছেন,’ বলেন জোনাথন।

তবে তার পরিবার বলছে, কীভাবে তিনি নিখোঁজ হলেন এবং কীভাবে জঙ্গলে এতগুলো দিন পার করলেন, তা জানেন না তারা। তবে ধীরে ধীরে তার কাছ থেকে এসব জানা হবে বলে জানায় জোনাথনের পরিবার। কারণ ওই ঘটনার পর তিনি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন।

নিখোঁজ হওয়ার পর জোনাথনের ওজন কমে গেছে ১৭ কেজি, এক পায়ের গোড়ালিতে পেয়েছেন বড় আঘাত। যখন তাকে উদ্ধার করা হয় তখন দেখা যায় তিনি খুঁড়িয়ে হাঁটছেন।

জোনাথনের ভাই হোরাসিও অ্যাকোস্টা বলিভিয়ার প্যাগিনা সিয়েট সংবাদপত্রকে বলেছেন, ‘আমার ভাই আমাদের বলেছেন, নিখোঁজের চতুর্থ দিনে তিনি তার গোড়ালিতে আঘাত পান। এরপর তার মধ্যে মৃত্যু ভয় কাজ করতে শুরু করে। তার শটগানে তখন একটি মাত্র গুলি ছিল, সে সময় তিনি হাঁটতে পারছিলেন না এবং তিনি ভেবে নিয়েছিলেন কেউ তাকে আর খুঁজবে না।’

৩১ দিন পর প্রায় ৩০০ মিটার (৯৮০ ফুট) দূরে একটি অনুসন্ধান দলকে দেখতে পান তিনি। এরপর কাঁটা-ঝোপঝাড়ের মধ্য দিয়ে চিৎকার করে তাদের কাছে ছুটে যান জোনাথন।

হোরাসিও অ্যাকোস্টা বলেন, তার ভাইকে স্থানীয় চারজন লোক খুঁজে পেয়েছিলেন। তিনি আরও বলেন, ‘একজন লোক দৌড়ে এসে আমাদের জানান যে তারা আমার ভাইকে খুঁজে পেয়েছেন। যা একটা অলৌকিক ঘটনা।’

হোরাসিও জানান, এ ঘটনার পর তার ভাই চিরতরে শিকার করা ছেড়ে দেবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন।

সূত্র : বিবিসি

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা