× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এবার রাশিয়ার আকাশে ‘ইউএফও’

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৩ ১৫:২১ পিএম

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৩ ১৬:১১ পিএম

কল্পিত ইউএফওর চিত্র। ছবি : সংগৃহীত

কল্পিত ইউএফওর চিত্র। ছবি : সংগৃহীত

রাশিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর সেন্ট পিটার্সবার্গের কাছের আকাশসীমায় আনআইডেন্টিফায়েড ফ্লাইং অবজেক্ট (ইউএফও) শনাক্ত হওয়ায় সে অঞ্চলে বিমান উড্ডয়ন বন্ধ করে দেওয়া হয়। সেখানকার স্থানীয় গণমাধ্যমগুলো এমন প্রতিবেদনই প্রকাশ করেছে।

এদিকে সেন্ট পিটার্সবার্গ নগর কর্তৃপক্ষ পুলকোভো আন্তর্জাতিক বিমানবন্দরে মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) ফ্লাইট অবতরণ বাতিলের বিষয়টি নিশ্চিত করলেও কী কারণে এমন পদক্ষেপ নেওয়া হয়েছিল, তা প্রকাশ করেনি। বর্তমানে বিমানবন্দরটির কার্যক্রম স্বাভাবিক রয়েছে।

বাজা নিউজ আউটলেট বলছে, ইউএফওকে তাড়া করতে কোভার পরিকল্পনা সক্রিয় করে রাশিয়ার বিমানবাহিনী। রুশ আকাশসীমায় ভিনদেশি বিমানের প্রবেশ ঠেকাতে কোভার পরিকল্পনা বাস্তবায়ন করে সশস্ত্র বাহিনী। ইউএফওর ক্ষেত্রেও তাই করা হয়েছিল। এর আলোকে যুদ্ধবিমানও আকাশে ওড়ানো হয়। এরপরে ইউএফওকে গুলি করা হয়েছিল কি-না, তা জানা যায়নি।   

রুশ কর্তৃপক্ষও এ বিষয়ে কিছুই বলেনি।

সম্প্রতি যুক্তরাষ্ট্র, কানাডা ও চীনের আকাশেও দেখা গেছে ইউএফও। এরই মধ্যে যুক্তরাষ্ট্রের বিমানবাহিনী ইউএফওগুলোকে গুলি করেছে। তবে এর ধ্বংসাবশেষ এখনও পাওয়া যায়নি। বিষয়টি এতই রহস্যজনক যে খোদ এলিয়েনের সম্ভাবনা উড়িয়ে দেননি যুক্তরাষ্ট্রের আকাশ প্রতিরক্ষার দায়িত্বে থাকা জেনারেল গ্লেন ভ্যানহার্ক।  

 

সূত্র : রাশিয়া টুডে 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা