× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কোর্ট বসেছে মেটাভার্সে

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৩ ১২:০৫ পিএম

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৩ ১২:০৬ পিএম

ট্রাফিক সংক্রান্ত বিরোধ নিয়ে কলম্বিয়ার ম্যাগডালেনার প্রশাসনিক আদালতে অংশগ্রহণকারীরা ভার্চুয়াল কোর্টরুমে অ্যাভাটার হিসেবে হাজির হয়েছিল। ছবি : সংগৃহীত

ট্রাফিক সংক্রান্ত বিরোধ নিয়ে কলম্বিয়ার ম্যাগডালেনার প্রশাসনিক আদালতে অংশগ্রহণকারীরা ভার্চুয়াল কোর্টরুমে অ্যাভাটার হিসেবে হাজির হয়েছিল। ছবি : সংগৃহীত

প্রযুক্তি জগতে মেটাভার্সের ব্যবহার বাড়ছে। উন্নত দেশগুলোতে বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রম, বিনোদনের মাধ্যম হিসেবে এরই মধ্যে এর ব্যবহার শুরু হয়েছে। কিন্তু ল্যাতিন আমেরিকার দেশ কলম্বিয়া এবার এক ভিন্ন নজির স্থাপন করল।  

দেশটির এক আদালত এই মাসে মেটাভার্সে তাদের প্রথম আইনি বিচারের আয়োজন করেছে এবং ভবিষ্যতেও আদালতে ভার্চুয়াল রিয়েলিটির ব্যবহার নিয়ে পরীক্ষা নিরীক্ষার করবে বলে জানিয়েছে।

বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এমনটাই বলা হয়েছে।

ট্রাফিক সংক্রান্ত বিরোধ নিয়ে কলম্বিয়ার ম্যাগডালেনার প্রশাসনিক আদালতে অনুষ্ঠিত দুই ঘণ্টার শুনানিতে অংশগ্রহণকারীরা ভার্চুয়াল কোর্টরুমে অ্যাভাটার হিসেবে হাজির হয়েছিল। এমনকি ম্যাজিস্ট্রেট মারিয়া কুইনোস ট্রায়ানার অ্যাভাটারের গায়ে ছিল বিচারকদের কালো পোশাক।

ম্যাজিস্ট্রেট কুয়োনস বলেন, এটি ভিডিওকলের চেয়ে বেশি বাস্তব অনুভূত হয়েছিল। এটি একাডেমিক পরীক্ষা। যা দেখিয়েছে যে এটি (কোর্ট রুমে ভিআরের ব্যবহার) সম্ভব। সবাই এতে সম্মতি দিয়েছে যে, (আমার আদালত) মেটাভার্সে শুনানিগুলো চালিয়ে যেতে পারে। তিনি পুরো বিষয়টিকে আশ্চর্যজনক হিসেবে অভিহিত করেন।

এর আগে করোনাভাইরাস মহামারীর কারণে আইনি বিচারগুলোতে জুম ও গুগলের ব্যবহার অনেক বেড়েছিল। এ ছাড়া স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ক্লাস, অফিসের কাজগুলোও ভিডিও কনফারেন্সে চলে গিয়েছিল। মহামারি পরবর্তি সময়ে পরিস্থিতি স্বাভাবিক হলেও বহু প্রতিষ্ঠান তাদের হোম অফিসকার্যক্রমের সুযোগ বহাল রাখে।

এবার মেটাভার্স হয়ত সে স্থান দখল করতে যাচ্ছে। কোর্টের মতো স্পর্শকাতর স্থানে এর ব্যবহার বিষয়টিকে আরও সুদৃঢ় ভিত্তি দিয়েছে। যদিও অনেকেই এর অ্যাভাটারগুলো নিয়ে সন্তুষ্ট নয়।

মেটা, মাইক্রোসফটসহ অন্যান্য প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো এরই মধ্যে মেটাভার্সের পেছনে ব্যাপক বিনিয়োগ করছে। এরই মধ্যে একের পর এক ডিভাইস আনছে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো। চলতি বছরে অ্যাপলেরও অগমেন্টেড রিয়েলিটি/ভার্চুয়াল রিয়েলিটি হেডসেট নিয়ে আসার কথা রয়েছে।

 

সূত্র : এক্সপ্রেস ট্রিবিউন 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা