× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভূমিকম্পে তুরস্ক-সিরিয়ায় নিহত ৫০ হাজার ছাড়াল

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৩ ১২:৩০ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

এই মাসের শুরুতে আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ায় নিহতের সংখ্যা ৫০ হাজার ছাড়িয়েছে।

তুরস্কের দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ শুক্রবার জানিয়েছে, দেশটিতে এখন পর্যন্ত ৪৪ হাজার ২১৮ জনের মৃত্যু হয়েছে। এদিকে সিরিয়ায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৯১৪ জনে।

গত ৬ ফেব্রুয়ারি ভোরে দক্ষিণপূর্ব তুরস্ক ও উত্তর সিরিয়ার সীমান্তে ৭ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এর কিছুক্ষণ পরই আবার ৭ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এরপর থেকে এই অঞ্চলটি ৯ হাজারেরও বেশি আফকারশকে কেঁপে ওঠে বলে জানিয়েছে তুরস্কের দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ।

 ভূমিকম্পের পর তুরস্কের বিধ্বস্ত ১১টি অঞ্চলে স্বেচ্ছাসেবকসহ প্রায় দুই লাখ ২৪ হাজার উদ্ধারকর্মী কাজ চালিয়ে যাচ্ছেন।

ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত কিছু এলাকায় প্রাথমিকভাবে উদ্ধার অভিযান চালানো কঠিন ছিল। এরপরও উদ্ধারের প্রচেষ্টা অব্যাহত রাখে স্বেচ্ছাসেবকরা। তাদের উদ্ধার অভিযানের অগ্রগতির সঙ্গে সঙ্গে হতাহতের সংখ্যাও বাড়তে থাকে।

তবে সাম্প্রতিক দিনগুলোতে জীবিতদের উদ্ধারের কোনো খবর পাওয়া যায়নি।

ভূমিকম্পে দেশ দুটিতে হাজার হাজার ভবন, অবকাঠামো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

জাতিসংঘের অনুমান, তুরস্কে দুই কোটি মানুষ ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সিরিয়ার ৮৮ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। 

সূত্র: আলজাজিরা

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা