× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রাশিয়া মানবতাবিরোধী অপরাধ করেছে : যুক্তরাষ্ট্র

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৩ ১০:৪৬ এএম

যুক্তরাষ্ট্রের ভাইস-প্রেসিডেন্ট কমলা হ্যারিস। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ভাইস-প্রেসিডেন্ট কমলা হ্যারিস। ছবি : সংগৃহীত

রাশিয়া ইউক্রেনে মানবতাবিরোধী অপরাধ করেছে বলে অভিযোগ করেছে যুক্তরাষ্ট্র। জার্মানির মিউনিখের নিরাপত্তা সম্মেলনে গত শনিবার (১৮ ফেব্রুয়ারি) যুক্তরাষ্ট্রের ভাইস-প্রেসিডেন্ট কমলা হ্যারিস আনুষ্ঠানিকভাবে ওই অভিযোগ উথ্থাপন করেন।

নিরাপত্তা সম্মেলনে কমলা হ্যারিস তার বক্তৃতায় বলেন, রাশিয়া আক্রমণের পর থেকে হত্যা, নির্যাতন, ধর্ষণ এবং নির্বাসনের মতো জঘন্য কাজ করেছে। সম্মেলনে বিশ্বনেতারা ইউক্রেনের দীর্ঘমেয়াদী সমর্থনের আহ্বান জানান।

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক বলেছেন, ‘এখন সময় এসেছে ইউক্রেনে সামরিক সহায়তা গতিশীল করার।’ ঋষি সুনাক যুক্তি দিয়ে বলেন, পশ্চিমা মিত্রদের অবশ্যই ইউক্রেনের ভবিষ্যত সুরক্ষার জন্য পরিকল্পনা শুরু করতে হবে। সেজন্য এখনই আত্মরক্ষার জন্য প্রয়োজনীয় অস্ত্র পাঠাতে হবে।’

২৪ ফেব্রুয়ারী ইউক্রেনে রাশিয়ার পূর্ণ মাত্রায় আগ্রাসনের এক বছর পূর্তি হওয়ার সঙ্গে সঙ্গে জার্মানিতে সম্মেলনটি ডাকা হয়৷

কমলা হ্যারিস সম্মেলনে বলেন, ‘ইউক্রেনে অভিযুক্ত রাশিয়ার অপরাধীদের অবশ্যই জবাবদিহি করতে হবে। তাদের কর্ম আমাদের মূল্যবোধ এবং আমাদের মানবতার উপর আক্রমণ।’

সাবেক প্রসিকিউটর কমলা হ্যারিস আরও বলেন, ‘ইউক্রেনে রাশিয়ার ক্রিয়াকলাপের প্রমাণগুলো আমরা পরীক্ষা করেছি। আমরা সেগুলোর আইনি মান জানি এবং এতে কোন সন্দেহ নেই যে, এগুলো মানবতার বিরুদ্ধে অপরাধ।’ 

তিনি ইউক্রেনের যুদ্ধের সময় ‘বর্বর এবং অমানবিক’ নৃশংসতার কথা উল্লেখ করতে গিয়ে বুচায় আগ্রাসন এবং মারিউপোলের একটি থিয়েটারে বোমা হামলার কথা উল্লেখ করেন। ওই দুই হামলার পরই এলাকা দুটিতে অসংখ্য মৃতদেহ পাওয়া যায়। তিনি বলেন, ‘আসুন, সকল ভুক্তভোগীর পক্ষে আমরা সবাই একমত হই।’

আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) মানবতাবিরোধী অপরাধের বিচার হয়। কিন্তু, আইসিসির সন্দেহভাজনদের গ্রেফতার করার কোনো ক্ষমতা নেই এবং তারা শুধুমাত্র সেই দেশগুলোর মধ্যেই এখতিয়ার প্রয়োগ করতে পারে, যারা আদালত স্থাপনের চুক্তিতে স্বাক্ষর করেছে।

রাশিয়া সেই চুক্তিতে স্বাক্ষরকারী দেশ নয়, তাই সন্দেহভাজনদের হস্তান্তরের কোনও সম্ভাবনা নেই।

মিউনিখে তিন দিনের সম্মেলন কিয়েভের জন্য পশ্চিমা সমর্থনের ক্ষেত্রে একটি বড় পরীক্ষা হিসাবে দেখা হচ্ছে। কারণ, উভয় পক্ষই বসন্তে আক্রমণের জন্য প্রস্তুতি নিচ্ছে।

ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা বলেছেন, ‘মস্কো একটি গণহত্যামূলক যুদ্ধ’ চালিয়েছে। কারণ, তারা মনে করে না যে, ইউক্রেনীয়রা একটি সার্বভৌম জাতি হিসাবে অস্তিত্বের যোগ্য।’

জাতিসংঘ মানবতাবিরোধী অপরাধকে একটি নির্দিষ্ট বেসামরিক জনগোষ্ঠীর উপর ‘পদ্ধতিগত আক্রমণ’ হিসাবে সংজ্ঞায়িত করে থাকে। কিন্তু, আক্রমণের সময় বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করার কথা বারবার অস্বীকার করেছে মস্কো ।

সূত্র : বিবিসি

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা