× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সিরিয়ায় আইসিলের হামলায় ৫৩ জন নিহত : রাষ্ট্রীয় সংবাদমাধ্যম

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৩ ১১:০৭ এএম

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৩ ১৩:২৫ পিএম

সিরিয়ায় আইসিলের হামলায় ৫৩ জন নিহত : রাষ্ট্রীয় সংবাদমাধ্যম

সিরিয়ার কেন্দ্রীয় মরু প্রদেশ হোমসে হামলায় কমপক্ষে ৫৩ ব্যক্তি নিহত হয়েছেন। এ হামলার জন্য ইসলামিক স্টেট অব ইরাক অ্যান্ড দ্য লেভান্ট সংক্ষেপে আইসিলকে (আইসিস) দায়ী করা হচ্ছে বলে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের খবর।

শুক্রবারের এ ঘটনায় ভুক্তভোগীদের মরদেহ পালমিরা স্টেট হসপিটালে নেওয়া হয়েছে। হাসপাতাল প্রধানের বরাত দিয়ে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা জানিয়েছে, নিহতদের মাথায় গুলির চিহ্ন ছিল।

রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানায়, লোকজন মরুভূমির ট্রাফল সংগ্রহ করার সময় হামলা চালানো হয়। হোমস প্রদেশটি সিরিয়া সরকার ও এর মিত্রদের নিয়ন্ত্রিত।

রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়, আল-সোখনা শহরের দক্ষিণ-পশ্চিমে আইসিস সন্ত্রাসীদের হামলায় ট্রাফল সংগ্রহকারী ৫৩ জন নিহত হয়েছেন।

পালমিরা হাসপাতালের পরিচালক ওয়ালিদ অদি জানিয়েছেন, নিহতের মধ্যে ৪৬ জন বেসামরিক ও সাতজন সৈনিক ছিলেন। এ ঘটনায় আহত পাঁচজনকে অন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

বেঁচে যাওয়া একজন সানাকে জানিয়েছেন, আইসিল সদস্যরা তাদের গাড়ি পুড়িয়ে দিয়েছে।

তবে এ হামলার জন্য গোষ্ঠীটি তাৎক্ষণিকভাবে কোনো দায় স্বীকার করেনি।

এ গোষ্ঠীটি একবার সিরিয়ার বিস্তীর্ণ অঞ্চল নিয়ন্ত্রণ করেছিল কিন্তু যুক্তরাষ্ট্র-সমর্থিত বাহিনী, রাশিয়া সমর্থিত সিরিয়ার সরকারি বাহিনী, আঞ্চলিক যোদ্ধা এবং তুর্কি-সমর্থিত বিদ্রোহীদের দ্বারা পৃথক আক্রমণে ওই অঞ্চলটির দখল হারিয়ে ফেলে।

সূত্র : আলজাজিরা

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা