× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইরাকে আল-সদরের অবসরের ঘোষণায় বিক্ষোভ, নিহত ৩০

প্রবা ডেস্ক

প্রকাশ : ৩০ আগস্ট ২০২২ ১২:৫৪ পিএম

আপডেট : ৩০ আগস্ট ২০২২ ১৩:১৭ পিএম

ছবি : বিবিসি।

ছবি : বিবিসি।

ইরাকের রাজধানী বাগদাদে নিরাপত্তা বাহিনী ও দেশটির প্রভাবশালী শিয়া মুসলিম নেতা মুক্তাদা আল-সদরের সমর্থকদের মধ্যে সংঘর্ষে অন্তত ৩০ জন নিহত হয়েছেন। আল-সদর রাজনীতি থেকে অবসর নেওয়ার ঘোষণা দিলে এ সংঘর্ষ শুরু হয়।

স্থানীয় কর্মকর্তাদের বরাতে বিবিসি জানিয়েছে, স্থানীয় সময় সোমবার এ ঘোষণা দেওয়ার পর সংঘর্ষ শুরু হয়। এ সময় তার সমর্থকরা প্রেসিডেন্ট ভবনেও হামলা চালায়।

এএফপি তাদের  জানিয়েছে, এতে অন্তত ৭০০ জন আহত হয়েছেন। কেউ গুলিবিদ্ধ হয়ে, কেউ টিয়ার গ্যাসের কারণে আহত হয়েছেন। ইরাকের রাজধানীর গ্রিন জোন ঘিরে বাড়ছে আরও বিশৃঙ্খলা।

গত অক্টোবরে আল-সদরের দল পার্লামেন্টে বেশির ভাগ আসন জিতে নেয়। কিন্তু সরকার গঠনের জন্য ইরান সমর্থিত শিয়া গোষ্ঠীর সঙ্গে আলোচনা করতে অসম্মতি জানায় তারা। ফলে বিগত এক বছর ধরে রাজনৈতিক অস্থিতিশীলতা ভর করে আছে দেশটিতে।

সাম্প্রতিক বছরগুলোতে ইরাকের রাজধানীতে আঘাত হানা এটি সবচেয়ে ভয়াবহ সহিংসতার ঘটনা। সারা রাত রাস্তায় বিক্ষোভ চলে।

নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন, এ সংঘর্ষ শুরু হয় আল-সদরের সমর্থিত মিলিশিয়া গোষ্ঠী পিস ব্রিগেডস এবং ইরাকের সামরিক বাহিনীর সদস্যদের মধ্যে।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে কিছু বিক্ষোভকারীকে রকেটচালিত গ্রেনেডসহ (আরপিজি) ভারী অস্ত্র ব্যবহার করতে দেখা যায়।

সংঘর্ষের কারণে ইরান ইতোমধ্যে ইরাকের সঙ্গে তার সীমানা বন্ধ করে দিয়েছে। কুয়েত তার নাগরিকদের অবিলম্বে দেশ ছেড়ে যাওয়ার আহ্বান জানিয়েছে।

প্রবা/এনএস /এসআর

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা