× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জাপানের নতুন রকেট উৎক্ষেপণ ব্যর্থ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৩ ১৪:৩২ পিএম

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৩ ১৪:৫১ পিএম

‘এইচ-থ্রি’ নামের ওই রকেট তানেগাশিমা মহাকাশ কেন্দ্র থেকে উৎক্ষেপণ করা হয়েছিল। ছবি : ডয়চে ভেলে

‘এইচ-থ্রি’ নামের ওই রকেট তানেগাশিমা মহাকাশ কেন্দ্র থেকে উৎক্ষেপণ করা হয়েছিল। ছবি : ডয়চে ভেলে

জাপানের অত্যাধুনিক একটি রকেট উৎক্ষেপণ ব্যর্থ হয়েছে। রকেটে জ্বালানি প্রজ্বালন -সংক্রান্ত সমস্যার কারণে শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) ওই প্রচেষ্টা ব্যর্থ হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

দেশটির মহাকাশ সংস্থা এ কথা জানিয়েছে। ‘এইচ-থ্রি’ নামের ওই রকেট জাপানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় তানেগাশিমা মহাকাশ কেন্দ্র থেকে শুক্রবার সকাল ১০টার দিকে উৎক্ষেপণ করা হয়েছিল।

এটি জাপান অ্যারোস্পেস এক্সপ্লোরেশন এজেন্সির (জেএএক্সএ) ‘এইচ-টু’ মডেলের পরবর্তী সংস্করণ বলে জানা গেছে। এইচ-টু রকেট ২০০১ সালে প্রথম উৎক্ষেপণ করা হয়।

জেএএক্সএ মুখপাত্র নেবুয়োশি ফুজিমোটো এএফপিকে বলেন, ‘আমরা তরল পদার্থ চালিত প্রধান ইঞ্জিনগুলো সফলভাবে জ্বালানোর পর কঠিন পদার্থ চালিত দুটি রকেট বুস্টার জ্বালাতে ব্যর্থ হয়েছি।’

ফুজিমোটো বলেন, সংস্থাটি ওই রকেট উৎক্ষেপণ ব্যর্থ হওয়ার কারণ তদন্ত করবে এবং তারা উৎক্ষেপণের নতুন তারিখ নির্ধারণ করবে।

সাশ্রয়ী ব্যয় ও নির্ভরযোগ্যতার পাশাপাশি বাণিজিকভাবে বারবার উৎক্ষেপণের জন্য এইচ-থ্রি তৈরি করা হয়।

জাপানের রকেট উৎক্ষেপণের ক্ষেত্রে ২০০৩ সালের পর এটি ছিল দেশটির প্রথম ব্যর্থ উৎক্ষেপণ।

সূত্র : রয়টার্স

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা