× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মানুষের ধারণার চেয়েও বেশি ‘ইউএফওর প্রকৃত সংখ্যা’

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২৩ ১৭:৩৮ পিএম

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৩ ১৭:৫৫ পিএম

পেন্টাগনের প্রকাশিত, যুদ্ধবিমান থেকে ধারণকৃত ইউএফও। ছবি : ডিপার্টমেন্ট অব ডিফেন্স, ইউএসএ

পেন্টাগনের প্রকাশিত, যুদ্ধবিমান থেকে ধারণকৃত ইউএফও। ছবি : ডিপার্টমেন্ট অব ডিফেন্স, ইউএসএ

সম্প্রতি যুক্তরাষ্ট্রের বিমানবাহিনী কানাডা যুক্তরাষ্ট্রের আকাশে উড়ন্ত আনআইডেন্টিফায়েড ফ্লাইং অবজেক্টকে গুলি করেছে। যদিও এখনও এর ধ্বংসাবশেষ উদ্ধার করা না গেলেও হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়েছে, ভয়ের কোনো কারণ নেই। তবে ঘটনা যুক্তরাষ্ট্রের নাগরিকদের মধ্যে উৎকণ্ঠার জন্ম দিয়েছে।

এদিকে যুক্তরাষ্ট্রেরই সাবেক নৌবাহিনীর পাইলট সিন হ্যানিটির উপস্থাপনায় এক টকশোতে ইউএফও সম্পর্কে বলেছেন, রাডারে শনাক্ত হওয়া ইউএফও সংখ্যা সাধারণ মানুষের ধারণার থেকেও অনেক বেশি।

নিক গ্রেভস হলেন এফ/-১৮ সুপার হর্নেটের সাবেক পাইলট। যিনি নিজেও ইউএফও সম্মুখীন হয়েছিলেন। বিষয়ে তিনি পেন্টাগন কংগ্রেসে রিপোর্টও করেছিলেন। তাই তিনি মোটেও অবাক হননি যখন তিনি জানতে পারেন, আলাস্কা, কানাডা লেক হুরনে গত ১০ দিনে ৩টি উড়ন্ত বস্তুকে যুদ্ধবিমান গুলি করেছে।  

গ্রেভস বলেন, ‘আমরা ইস্টার্ন সি-বোর্ডে আমাদের এফ-এইটিনগুলো উড়াচ্ছিলাম। রাডারগুলো আপগ্রেড করার পরে আমরা বস্তুগুলো (ইউএফও) দেখতে শুরু করি, যা দেখব বলে আমরা আশা করিনি। আমরা সবাই এগুলো দেখছিলাম। আমরা এগুলো আমাদের রাডারে শনাক্ত করতে পারছিলাম, ফ্লেয়ারে দেখতে পারছিলাম, এমনকি নিজের চোখেও দেখতে পারছিলাম।

তিনি আরও জানান, এমনকি বস্তুগুলোর সঙ্গে যুদ্ধবিমানের সংঘর্ষের ঘটনাও ঘটে। জন্য একটি হ্যাজার্ড ফাইলও দাখিল করা হয়েছিল।

ইউএফও সম্পর্কে নিক আরও বলেন, ’বস্তুগুলো অধিকাংশ সময় দ্রুতগতিতে ছুটতে থাকে।’

এদিকে এই ইস্যুতে এখন পর্যন্ত নীরব রয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। যদিও দেশটির প্রতিরক্ষামন্ত্রী স্বীকার করেছেন যে তারা আসলে জানেন না বস্তুগুলো কী। এগুলো ভূমিতে কাউকে সামরিক হুমকি দেয় না। তবে বেসামরিক বিমান চলাচলের জন্য ঝুঁকি তৈরি করতে পারে।  

 

সূত্র : ফক্স নিউজ 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা