× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঘূর্ণিঝড়ের আঘাতে নিউজিল্যান্ডে ৩ জনের মৃত্যু

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৩ ১১:৫৯ এএম

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৩ ১২:৩৩ পিএম

ঘূর্ণিঝড় গ্যাব্রিয়েলের কারণে সৃষ্ট বন্যায় নিউজিল্যান্ডের উত্তর-পূর্বে নেপিয়ারে ব্রিজ এবং ঘরবাড়ি ভেসে গেছে। ছবি : বিবিসি

ঘূর্ণিঝড় গ্যাব্রিয়েলের কারণে সৃষ্ট বন্যায় নিউজিল্যান্ডের উত্তর-পূর্বে নেপিয়ারে ব্রিজ এবং ঘরবাড়ি ভেসে গেছে। ছবি : বিবিসি

ঘূর্ণিঝড় গ্যাব্রিয়েলের আঘাতে নিউজিল্যান্ডের তিনজনের মৃত্যু হয়েছে। দেশটির প্রধানমন্ত্রী ক্রিস হিপকিন্স বলেছেন, এমন একটি দুর্যোগের ঘটনা বহুকাল দেখা যায়নি।

নিউজিল্যান্ড সরকার এর আগে গত মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) দেশজুড়ে জরুরি অবস্থা ঘোষণা করেছিল। ঘূর্ণিঝড় গ্যাব্রিয়েল দেশটির উত্তরাঞ্চলে আঘাত হানে, যেখানে বড় শহরগুলো অবস্থিত এবং ৫০ লাখ জনসংখ্যার এক-তৃতীয়াংশ বাস করে।

ঘূর্ণিঝড়টি দুর্বল হয়ে বুধবার (১৫ ফেব্রুয়ারি) উত্তর দ্বীপ থেকে দূরে সরে গেলেও বহু মানুষ বাস্তুচ্যুত রয়েছে বলে জানা গেছে।

নদীর বাঁধ ফেটে যাওয়ার পর কেউ কেউ তাদের বাড়ি থেকে নিরাপদে সাঁতার কেটে বের হতে বাধ্য হয়েছে। অন্যদের ছাদ থেকে উদ্ধার করা হয়েছে।

এই দুর্যোগে প্রায় সোয়া কোটি মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়েছেন। গাছ পড়ে ঘরবাড়ি ভেঙে গেছে এবং রাস্তা অবরুদ্ধ রয়েছে।

দেশটির জরুরি ব্যবস্থাপনা মন্ত্রী কিয়েরান ম্যাকআনাল্টি ঝড়টিকে ‘অভূতপূর্ব’ বলে অভিহিত করেছেন।

নিউজিল্যান্ড সরকার জলবায়ু পরিবর্তনকে ওই দুর্যোগের জন্য দায়ী করেছে।

জলবায়ু পরিবর্তনমন্ত্রী জেমস শ বলেছেন, ‘অবশ্যই এর তীব্রতা আরও বেড়েছে। কারণ, আমাদের বৈশ্বিক তাপমাত্রা ইতোমধ্যে ১ দশমিক ১ ডিগ্রি বেড়েছে। নিষ্ক্রিয়তার জন্য অজুহাত তৈরি বন্ধ করে আমাদের এখনই কাজ করতে হবে।’

সূত্র : বিবিসি

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা