× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইউএফও নিয়ে দ্বিধান্বিত ক্ষেপণাস্ত্র ছোড়া পাইলটরাও

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৩ ১১:৩৩ এএম

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৩ ১৪:০২ পিএম

ইউএফওর কল্পিত চিত্র। ছবি : সংগৃহীত

ইউএফওর কল্পিত চিত্র। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের লেক হুরনের আকাশে এফ-সিক্সটিন যুদ্ধবিমান যখন আনআইডেন্টিফায়েড ফ্লাইং অবজেক্টের (ইউএফও) কাছাকাছি চলে আসে, তখন যুদ্ধবিমানে থাকা দুই পাইলটের কথোপকথনের অডিও রেকর্ড প্রকাশ করা হয়েছে। কথোপকথনগুলো বস্তুটির দিকে ক্ষেপণাস্ত্র ছোড়ার।

যেখানে দুই পাইলটের কথোপকথনে ইউএফও নিয়ে দ্বিধা আরও জোরালো হয়েছে। রবিবার (১২ ফেব্রুয়ারি) ইউএফওকে তাড়া করার সময়ই তা রেকর্ড করা হয়।

তাদের নিজেদের মধ্যে আলোচনায় এটি স্পষ্ট হয় যে, যুদ্ধবিমানের ক্রুরাও এটির আকার সম্পর্কে নিশ্চিত হতে পারছিলেন না। একজন বলছিলেন, এটি সম্ভবত চার চাকার গাড়ির অর্ধেক, অন্যজন বলছিলেন, এটি চার চাকার গাড়িরই সমান।

কিন্তু যখন যুদ্ধবিমানটি ইউএফওর কাছাকাছি চলে আসে, তখন একজন ক্রু বলেন, ‘আমি আসলে এটিকে বেলুন বলব না। আমি চোখ দিয়ে বাইরে দেখতে পাচ্ছি। এটি বস্তুর মতো মনে হচ্ছে, যা বিস্তৃত, এটা (কী) বলা কঠিন এবং এটি বেশ ছোট।’

অন্য ক্রু এর পরই বলেন, ‘আমি এটিকে কনটেইনারের মতো বলব। আসলে এর আকারটা বলতে পারছি না, তা অনেক চ্যালেঞ্জিং (আকার বলতে পারাটা) হবে, এটি এত ধীর এবং এত ছোট যে, আমি এটি (আর) দেখতে পারছি না।’

পরে এর আকার নিয়ে দুই পাইলট আলোচনা করতে থাকেন। মূলত প্রকাশিত রেকর্ডিংয়ে এটুকুই ছিল। পরে তাদের ছোড়া প্রথম ক্ষেপণাস্ত্রটিও ইউএফওকে আঘাত করতে পারেনি।

যুক্তরাষ্ট্রের সামরিক কর্মকর্তারা এরই মধ্যে ইউএফওটিকে ‘অষ্টভুজাকার’ হিসেবে উল্লেখ করেছেন।

যুক্তরাষ্ট্র, কানাডা, উরুগুয়ে ও চীনের পর এবার পূর্ব ইউরোপের দেশ রোমানিয়া ও মলদোভার আকাশে দেখা গেল আনআইডেন্টিফায়েড ফ্লাইং অবজেক্ট (ইউএফও)।

ইউএফওকে আরও কাছ থেকে পর্যবেক্ষণ করতে বা প্রয়োজনে গুলি করে নামাতে রোমানিয়ার বিমান বাহিনীর যুদ্ধবিমান আকাশে উড়ে যায়। প্রায় আধা ঘণ্টা আকাশে অবস্থান করে এর কোনো হদিস না পেয়ে ঘাঁটিতে ফিরে আসে।

যুদ্ধবিমানের পাইলটরা নিশ্চিত করেছেন, আকাশে তারা এটি খুঁজে পাননি এবং বিমানের অনবোর্ড রাডারেও এমন কিছু শনাক্ত করা যায়নি।

রোমানিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় ন্যাটো কমান্ডে থাকা দুটি যুদ্ধবিমানের উড়ন্ত বস্তু তল্লাশিতে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। রোমানিয়ার আকাশসীমায় প্রায় ৩৬ হাজার ফুট উঁচুতে রাডারে ধরা পড়ে এটি। আকারে বস্তুটি ছোট।

উভয় দেশের কর্তৃপক্ষই নিশ্চিত করেছে, উড়ন্ত বস্তুটি আবহাওয়া বেলুনের মতো। তবে আবহাওয়া বেলুন হয়ে থাকলে যুদ্ধবিমানের তা খুঁজে বের করতে পারার কথা ছিল।

ঘটনাটি মঙ্গলবার স্থানীয় সময় দুপুরের দিকে ঘটেছে। পূর্ব ইউরোপের এ দুই দেশই একসময়ের সোভিয়েত ইউনিয়নভুক্ত ছিল এবং তারা ইউক্রেনের প্রতিবেশী। চলমান যুদ্ধে দেশগুলোতেও শরণার্থীসংক্রান্ত সমস্যা দেখা দিয়েছে।

সূত্র : মিরর 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা