× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ায় নিহত ৪১ হাজার ছাড়াল

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৩ ০৯:১৪ এএম

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৩ ১৬:০০ পিএম

তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্প আঘাত হানার আট দিন পেরিয়ে গেছে। এখনও উদ্ধার অভিযান চলছে দেশ দুটিতে। ছবি : সংগৃহীত

তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্প আঘাত হানার আট দিন পেরিয়ে গেছে। এখনও উদ্ধার অভিযান চলছে দেশ দুটিতে। ছবি : সংগৃহীত

ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ায় নিহতের সংখ্যা ৪১ হাজার ছাড়িয়েছে বলে বুধবার (১৫ ফেব্রুয়ারি) আলজাজিরা জানিয়েছে।

তুরস্কে ৩৫ হাজার ৪১৮ জন নিহত হয়েছেন বলে জানায় দেশটির কর্তৃপক্ষ। জাতিসংঘ এবং সিরিয়া সরকারের মতে, দেশটিতে ৫ হাজার ৮০০ জনের বেশি নিহত হয়েছেন।

ভূমিকম্প আঘাত হানার আট দিন পেরিয়ে গেছে। এখনও উদ্ধার অভিযান চলছে দেশ দুটিতে। মৃতের সারি দীর্ঘ হওয়ার পাশাপাশি অলৌকিকভাবে দু-এক জনকে এখনও জীবিত উদ্ধার করা হচ্ছে।

মঙ্গলবার তুরস্কের একটি ধ্বংসস্তূপ থেকে প্রায় ২০৩ ঘণ্টা পর এক তরুণীকে জীবিত উদ্ধার করা হয়েছে। দেশটির দক্ষিণাঞ্চলের হাতায় প্রদেশে এ বিস্ময়কর ঘটনা ঘটে।

একই দিন ভূমিকম্পের প্রায় ১৯৮ ঘণ্টা পর ১৮ বছর বয়সি এক তরুণকে উদ্ধার করা হয় তুরস্কের আদিয়ামান প্রদেশে। কিন্তু উদ্ধার ব্যক্তির নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

৬ ফেব্রুয়ারি ভোরে তুরস্ক ও সিরিয়ায় ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে ধসে পড়েছে বহু ভবন। ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছে বহু মানুষ। তাদের মধ্যে স্বল্পসংখ্যককেই জীবিত উদ্ধার করা সম্ভব হচ্ছে।

সূত্র : আলজাজিরা

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা