× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঘূর্ণিঝড় গ্যাব্রিয়েল

নিউজিল্যান্ডে হাজারো বাড়ি বিদ্যুৎহীন

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৩ ১৩:২৯ পিএম

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৩ ১৩:৩৩ পিএম

ঘূর্ণিঝড় গ্যাব্রিয়েল মাতাকানা উপকূলের ম্যাথেসন্স বে সৈকতে আঘাত করেছে

ঘূর্ণিঝড় গ্যাব্রিয়েল মাতাকানা উপকূলের ম্যাথেসন্স বে সৈকতে আঘাত করেছে

নিউজিল্যান্ডের উত্তরে ঘূর্ণিঝড় গ্যাব্রিয়েলের আঘাতে প্রায় ৪৬ হাজার বাড়ি বিদ্যুৎহীন হয়ে পড়েছে। দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, তারা ভারী বৃষ্টি ও বাতাসের সতর্কতা জারি করে শত শত ফ্লাইট বাতিল করেছে।

ঘূর্ণিঝড় দেশটির গ্যাব্রিয়েল উত্তর দ্বীপের কাছাকাছি হওয়ায় কিছু এলাকায় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।

অকল্যান্ড এবং আশেপাশের অঞ্চলে রেকর্ড বৃষ্টিপাতের ফলে সৃষ্ট বন্যায় চারজন মৃত্যুর কয়েক সপ্তাহ পরে এই ঘূর্ণিঝড় আঘাত হানলো

নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস হিপকিন্স বলেছেন, ‘ঘটনার পেছনে কারণ হিসাবে রয়েছে চরম আবহাওয়া।’ তিনি এরই মধ্যে একটি সহায়তা প্যাকেজ ঘোষণা করেছেন৷

তিনি বলেছেন, ‘পরিস্থিতি আরও খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে।’

দেশটির জরুরী ব্যবস্থাপনা মন্ত্রী কিয়েরান ম্যাকআনাল্টি সোমবার (১৩ ফেব্রুয়ারি) এক মিডিয়া ব্রিফিংয়ে বলেছেন, সরকার সারাদেশে তৃতীয়বারের মতো জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করার কথা বিবেচনা করছে।

ইতিমধ্যেই অকল্যান্ডসহ উত্তরাঞ্চলের পাঁচটি অঞ্চলে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। ওই ঘোষণায় সবার ভ্রমণ সীমাবদ্ধ করতে বলা হয়েছে।

নিউজিল্যান্ডের আবহাওয়া বিষয়ক সংস্থা মেটসার্ভিস জানিয়েছে, অকল্যান্ডের উত্তরে অবস্থিত শহর ওয়াঙ্গারেই গত ১২ ঘণ্টায় ১০০ দশমিক ৫ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

তিনি আরও বলেন, ভারী বাতাস এবং বৃষ্টিপাতের বিপজ্জনক সংমিশ্রণ নর্থল্যান্ড অঞ্চলে আঘাত হেনেছে। ১৪০ কিলোমিটার বেগের ঝড়ো হাওয়ায় অকল্যান্ডের হারবার ব্রিজ কেঁপে উঠেছে।

তিনি সতর্ক করে বলেছেন, পাওয়ার গ্রিড পুনরুদ্ধার করতে কয়েক দিন সময় লাগতে পারে। কারণ খারাপ আবহাওয়ায় নেটওয়ার্কে কাজ করা অনিরাপদ করে তুলেছে।

আবহাওয়া কর্মকর্তারা এর আগে গ্যাব্রিয়েলের তীব্রতা কমিয়ে দিয়েছিলেন। কিন্তু মেটসার্ভিস সোমবার তার সর্বশেষ আপডেটে বলেছে, এটি এখনও ‘উল্লেখযোগ্য ভারী বৃষ্টি এবং সম্ভাব্য ক্ষতিকারক বাতাস’ নিয়ে বিরাজ করছে।

ঘূর্ণিঝড়টি ইতিমধ্যে গাছপালা, ক্ষতিগ্রস্ত রাস্তা এবং বিদ্যুতের লাইন ভেঙে দিয়েছে।

অকল্যান্ড এবং উত্তর দ্বীপ জুড়ে অনেক স্কুল এবং স্থানীয় সরকারী সুবিধা বন্ধ করে দেওয়া হয়েছে এবং সম্ভব হলে লোকেদের ভ্রমণ না করতে বলা হচ্ছে।

সূত্র : বিবিসি

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা