× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ধর্ম অবমাননার অভিযোগ

পাকিস্তানে থানায় এক ব্যক্তি গণপিটুনিতে নিহত, সমালোচনার ঝড়

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৩ ১৭:৩৫ পিএম

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৩ ১৭:৪৬ পিএম

গণপিটুনির ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। শনিবারের গণপিটুনির ঘটনার সুষ্ঠু তদন্তের আশ্বাস দিয়েছেন তিনি। ছবি : সংগৃহীত

গণপিটুনির ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। শনিবারের গণপিটুনির ঘটনার সুষ্ঠু তদন্তের আশ্বাস দিয়েছেন তিনি। ছবি : সংগৃহীত

পাকিস্তানে ক্ষুব্ধ জনতা থানায় ঢুকে এক ব্যক্তিকে ছিনিয়ে নিয়ে গণপিটুনি দিয়ে হত্যা করেছে। ধর্ম অবমাননার অভিযোগে ওই ব্যক্তিকে থানা থেকে টেনে-হিঁচড়ে বের করে নেওয়া হয়। এরপর গণপিটুনিতে তিনি নিহত হন। শনিবার (১১ ফেব্রুয়ারি) পাঞ্জাব প্রদেশের নানকানা সাহেব থানায় এ ঘটনা ঘটেছে। 

ভুক্তভোগী ব্যক্তির নাম মুহাম্মদ ওয়ারিস। ৩০-এর কাছাকাছি এ যুবকের বিরুদ্ধে অভিযোগ, তিনি পবিত্র কোরআন শরিফ অবমাননা করেছেন। কিন্তু তার বিরুদ্ধে এমন অভিযোগের প্রমাণ মেলেনি। 

জানা গেছে, কোরআন শরিফ অবমাননার অভিযোগ ওঠার পর নিহত ওয়ারিস নানকানা সাহেব থানায় পুলিশ হেফাজতে ছিলেন। এ অবস্থায় ক্ষুব্ধ মানুষের একটা দল থানা ঘেরাও করে। মই দিয়ে থানায় ঢুকে তাণ্ডব চালায় এবং অভিযুক্ত ওয়ারিসকে টেনে-হিঁচড়ে থানার বাইরে নিয়ে যায়। 

নানকানা সাহেব থানার পুলিশের মুখপাত্র ওয়াকাস খালিদ গার্ডিয়ানকে বলেন, ‘বিক্ষুব্ধ জনতা থানায় ব্যাপক ভাঙচুর চালিয়েছে। তারা ওয়ারিসকে শুধু গণপিটুনি দিয়েই ক্ষান্ত হয়নি, তারা তাকে আগুনে পুড়িয়ে দিতে চেয়েছিল।’ 

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, থানার বাইরে রাস্তায় এনে অভিযুক্ত ব্যক্তির কাপড় খুলে নেওয়া হয়। তাকে লোহার রড ও লাঠি দিয়ে পেটানো হয়। 

শনিবারের গণপিটুনির ঘটনায় নড়েচড়ে বসেছে পাকিস্তান সরকার। সমালোচনায় মুখর হয়েছে স্থানীয় ও আন্তর্জাতিক এনজিওগুলো। 

ঘটনার নিন্দা জানিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেন, ‘পাকিস্তানে এ ধরনের ঘটনার কোনো স্থান হবে না। পুলিশ কেন এ ঘটনা রোধ করতে পারল না, তা খতিয়ে দেখতে হবে। ঘটনাস্থলে দ্রুত আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করা হবে। শিগগিরই পুরো ঘটনার সুষ্ঠু তদন্ত হবে।’

দ্য হিউম্যান রাইটস কমিশন অব পাকিস্তানও (এইচআরসিপি) শনিবারের গণপিটুনির ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি জানিয়েছে। তা ছাড়া একের পর এক ‘অপ্রমাণিত’ ধর্ম অবমাননার ঘটনায় প্রশাসন গণপিটুনি রোধ করতে ব্যর্থ হওয়ায় উদ্বেগ প্রকাশ করেছে এইচআরসিপি।

গত সপ্তাহে ধর্ম অবমাননা, গণপিটুনি প্রভৃতি নিয়ে ‘আ ব্রিচ অব ফেইথ : ফ্রিডম অব রিলিজিয়ন অর বিলিফ’ নামের একটি প্রতিবেদন প্রকাশ করেছে এইচআরসিপি। এতে ২০২১-২২ সালের বিভিন্ন ঘটনা বিশ্লেষণ করা হয়েছে। 

দেখা গেছে, ওই সময়ে ধর্ম অবমাননার দায়ে পাকিস্তানে অন্তত ৫৮৫ ব্যক্তিকে হত্যা করা হয়েছে। অধিকাংশ ঘটনা ঘটেছে পাঞ্জাব প্রদেশে। 

সূত্র : গার্ডিয়ান। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা