× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দাবানল থামাতে লুকাসের লড়াই

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৩ ২৩:১৮ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

দক্ষিণ চিলিতে দাবানলের সঙ্গে লড়ছে বহু মানুষ। সবাই চেষ্টা করছে নিজ জায়গা থেকে কিছু করার। এ রকমই একজন ১৩ বছর বয়সী লুকাস সেসপিডিস। নিজের পক্ষে যা করা সম্ভব, সেটা করতেই মাঠে নেমে গেছে এই কিশোর।

দমকল বাহিনীর কর্মীদের স্থানীয় নদী পার হতে সাহায্য করছে লুকাস। নিজের ছোট হাতে নৌকার দাঁড় টেনে এই গুরুদায়িত্ব পালন করছে সে। তার বাবা-মাও ব্যস্ত দাবানলের সঙ্গে লড়তে।

সম্প্রতি তীব্র মাত্রার কয়েকটি দাবানলের সম্মুখীন হয়েছে চিলি। এরই মধ্যে এ বিপর্যয়ে প্রাণ হারিয়েছেন ২৪ ব্যক্তি এবং পুড়ে গেছে ৩ লাখ ৪০ হাজার হেক্টরেরও বেশি এলাকা। ক্ষতিগ্রস্ত হয়েছেন ৫ হাজার ৪০০-এরও বেশি লোক। ধ্বংস হয়ে গেছে হাজারো বাড়িঘর।

লুকাস নিজের কাজ সম্পর্কে বার্তা সংস্থা রয়টার্সকে বলেছে, ‘আমি মানুষকে নদী পারাপার করিয়ে দিচ্ছি, কারণ আমি মরিয়া ছিলাম। আমার বাবা-মা আগুনের সঙ্গে লড়ছেন। আমি খুবই ভীত যে আমার বাড়ি পর্যন্ত আগুন পৌঁছে যাবে। মানুষকে পারাপার করে দেওয়ার মতো আর কেউ ছিল না। শুধু আমিই ছিলাম।’

রয়টার্সের প্রতিবেদন বলছে, নিজ পরিবারের সঙ্গে লুকাস সেসপিডিস এমন একটি এলাকায় থাকে, যেখানে শুধু জলপথেই প্রবেশ করা যায়।

লুকাস যে নদীটি দিয়ে চলাচল করে, সেটির নাম ফুটা নদী। এর অবস্থান চিলির রাজধানী ভালদিভিয়া থেকে প্রায় এক হাজার কিলোমিটার দক্ষিণে। নদীটিতে ৯৮ ফুট পাড়ি দেয় সে অগ্নিনির্বাপণকর্মীদের নিয়ে। রয়টার্সকে লুকাস বলেছে, ‘আমি সহায়তা করা চালিয়ে যাচ্ছি। মানুষকে এখনও আনা-নেওয়া করছি। দমকল বাহিনীর কর্মীদেরও পার করিয়ে দিচ্ছি।’

তার এই আনা-নেওয়ার মধ্যেও থেমে নেই আগুনের প্রকোপ। মূলত কেন্দ্রীয় দক্ষিণ চিলির কৃষি এবং বনাঞ্চলেই জ্বলছে আগুন। সূত্র: রয়টার্স 


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা