× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

২০২২ সালে ভারতের নাগরিকত্ব ছেড়েছে আড়াই লাখের বেশি মানুষ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৩ ২২:০১ পিএম

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৩ ২২:১১ পিএম

২০১১ সাল থেকে ভারতের মোট ১৬ লাখ ৬৩ হাজার ৪৪০ জন নাগরিক দেশটির নাগরিকত্ব ছেড়েছেন। ভারতের পাসপোর্টের ছবি।

২০১১ সাল থেকে ভারতের মোট ১৬ লাখ ৬৩ হাজার ৪৪০ জন নাগরিক দেশটির নাগরিকত্ব ছেড়েছেন। ভারতের পাসপোর্টের ছবি।

ভারতের ২ লাখ ২৫ হাজার ৬২০ জন মানুষ ২০২২ সালে দেশটির নাগরিকত্ব ছেড়েছেন, যা ১২ বছরের মধ্যে সর্বোচ্চ। বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এসব তথ্য জানান। 

বৃহস্পতিবার ভারতের রাজ্যসভায় আম আদমি পার্টির এমপি নারায়ণ দাস গুপ্ত গত বছর কী পরিমাণ মানুষ ভারতের নাগরিকত্ব ছেড়েছেন তা জানতে চান। উত্তরে এস জয়শঙ্কর জানান, ২০২২ সালে ২ লাখ ২৫ হাজার ৬২০ জন ভারতের নাগরিকত্ব ছেড়েছেন। ২০২১ সালে তা ছিল ১ লাখ ৬৩ হাজার ৩৭০ জন। 

স্ক্রলডটইনের এক প্রতিবেদনে বলা হয়, ২০১২ থেকে ২০১৯ সালের মধ্যে বছরে ১ লাখ ২০ হাজার ৯২৩ থেকে ১ লাখ ৪৪ হাজার ১৭ জন মানুষ ভারতের নাগরিকত্ব ছেড়েছে। ২০২০ সালে ভারতের নাগরিকত্ব ছেড়েছিল মাত্র ৮৫ হাজার ২৫৬ জন। করোনা ভাইরাসের কারণেই এমনটি হয়ে থাকতে পারে। ২০১১ সাল থেকে দেশটির মোট ১৬ লাখ ৬৩ হাজার ৪৪০ জন নাগরিকত্ব ছেড়েছে।  

বিশ্বের কোন দেশে কতজন ভারতীয় নতুন নাগরিক হয়েছে, তা জানাননি পররাষ্ট্রমন্ত্রী। তবে, গত তিন বছরে বিশ্বের ১৩৫টি দেশে দেশটির মানুষ নতুন নাগরিকত্ব গ্রহণ করেছেন বলে জানিয়েছেন তিনি।

নারায়ণ দাস গুপ্তের আলাদা আরেকটি প্রশ্নের জবাবে দেশটির পররাষ্ট্র প্রতিমন্ত্রী ভি মুরালিধরন বলেন, ‘গত চার বছরে যারা ভারতের নাগরিকত্ব ছেড়েছেন তাদের কতজন ব্যবসায়ী ও কতজন পেশাজীবী তার সুনির্দিষ্ট কোনো তথ্য আমাদের হাতে নেই। তবে ভারতীয় অভিবাসীদের সঙ্গে সরকার নানাভাবে যুক্ত হতে চেষ্টা করছে। আমাদের অভিবাসীরা সফল, সমৃদ্ধ ও প্রভাবশালী হলে তাতে ভারতেরই লাভ।’

সূত্র : স্ক্রলডটইন। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা