× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ন্যাটোতে যোগ না দিলেও যুদ্ধ থামাবে না রাশিয়া : মেদভেদেভ

প্রবা ডেস্ক

প্রকাশ : ২৭ আগস্ট ২০২২ ১৬:০০ পিএম

আপডেট : ২৭ আগস্ট ২০২২ ১৬:২৩ পিএম

রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ। ছবি: এনডিটিভি।

রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ। ছবি: এনডিটিভি।

রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ বলেছেন, ইউক্রেন ন্যাটোতে যোগ না দিলেও যুদ্ধ থামাবে না রাশিয়া। লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত এ যুদ্ধ চলবে। 

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার এ কথা বলেছেন দিমিত্রি।

বর্তমানে মস্কোর নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ একটি ফরাসি টেলিভিশন সাক্ষাৎকারে আরও বলেন, মস্কো তার লক্ষ্যপূরণ না হওয়া পর্যন্ত এ অভিযান চালিয়ে যাবে। আর পুতিনের লক্ষ্য হলো ইউক্রেনকে নাৎসিমুক্ত করা।

যদিও কিয়েভ ও তার পশ্চিমা দেশগুলো বলছে, এটি যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য মস্কোর একটি ভিত্তিহীন অজুহাত।

দিমিত্রি জানান, ফেব্রুয়ারিতে অভিযান শুরুর আগে কিছু শর্তসাপেক্ষে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত ছিল মস্কো। তখন তাদের জানানো হয়েছিল, কিয়েভের ন্যাটোর সদস্য হতে চাইলে তা মেনে নেবে না মস্কো।

সাবেক এ প্রেসিডেন্ট বলেন, উত্তর আটলান্টিক জোটে কিয়েভের অংশগ্রহণ ত্যাগ করা এখন অত্যাবশ্যক। কিন্তু শান্তি প্রতিষ্ঠার জন্য এ পদক্ষেপই পর্যাপ্ত নয়।

সামরিক অভিযান শুরুর পর থেকে রাশিয়া এবং ইউক্রেন কয়েক দফা আলোচনায় বসলেও বিশেষ কোনো অগ্রগতি হয়নি।

দিমিত্রি মেদভেদেভ বলেন, বিষয়গুলো কোনদিকে গড়াচ্ছে তার ওপর নির্ভর করে আলোচনা হতে পারে। তবে আমরা জেলেনস্কির সঙ্গে বৈঠকের জন্য আগে থেকেই প্রস্তুত ছিলাম।

তিনি তার বক্তব্যে এটাও বলেন, যুক্তরাষ্ট্র বেশকিছু অস্ত্র কিয়েভে পাঠিয়েছে, যা দূরপাল্লার আক্রমণ করতে সক্ষম। এসব অস্ত্র ব্যবহার করে রাশিয়ার আঞ্চলিক সীমানায় হামলা চালালে তাকে হুমকি হিসেবে নেবে মস্কো।

আর এমন কিছু হলে বর্তমান অবস্থা বদলে যেতে পারে বলেও হুঁশিয়ারি দেন দিমিত্রি।

প্রবা/এনএস

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা