× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিশ্বে জনপ্রিয় নেতাদের তালিকায় শীর্ষে মোদি

প্রবা ডেস্ক

প্রকাশ : ২৭ আগস্ট ২০২২ ১৪:০৫ পিএম

আপডেট : ২৭ আগস্ট ২০২২ ১৪:৪৮ পিএম

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি : এনডিটিভি।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি : এনডিটিভি।

বিশ্বে জনপ্রিয় নেতাদের তালিকায় আবারও শীর্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিশ্ব নেতাদের জনপ্রিয়তা জরিপ করা প্রতিষ্ঠান মর্নিং কনসাল্ট সার্ভে এ তথ্য জানিয়েছে।

এনডিটিভি জানিয়েছে, সমীক্ষা অনুসারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনপ্রিয়তা হার ৭৫ শতাংশ।

প্রধানমন্ত্রী মোদির পর ৬৩ শতাংশ জনপ্রিয়তা নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছেন মেক্সিকান প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাডোর। এরপর ৫৪ শতাংশ জনপ্রিয়তা নিয়ে তৃতীয় স্থানে আছেন ইতালির প্রধানমন্ত্রী মারিও দ্রাঘি।

তালিকায় ২২ জন নেতাকে রাখা হয়েছে। যেখানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন আছেন পঞ্চম অবস্থানে। তার জনপ্রিয়তার হার ৪১ শতাংশ।

তার পরই ৩৯ শতাংশ জনপ্রিয়তা নিয়ে আছেন কানাডার প্রেসিডেন্ট জাস্টিন ট্রুডো। জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার জনপ্রিয়তার হার ৩৮ শতাংশ।

মর্নিং কনসাল্ট পলিটিক্যাল ইন্টেলিজেন্স বর্তমানে অস্ট্রেলিয়া, অস্ট্রিয়া, ব্রাজিল, জার্মানি, ভারত, মেক্সিকো, নেদারল্যান্ডস, দক্ষিণ কোরিয়া, স্পেন, সুইডেন এবং যুক্তরাষ্ট্রের সরকারি নেতাদের জনপ্রিয়তার হার যাচাই করে থাকে।

এর আগে জানুয়ারি ২০২২ এবং নভেম্বর ২০২১ সালের জরিপেও প্রধানমত্রী মোদি বিশ্ব নেতাদের মধ্যে শীর্ষে অবস্থান করেন।

এ সাইটটি বিশ্ব নেতাদের তালিকা ছাড়াও রাজনৈতিক নির্বাচন, নির্বাচিত কর্মকর্তা এবং ভোটিং ইস্যু নিয়ে তথ্য প্রকাশ করে থাকে। সংস্থাটি বিশ্বব্যাপী প্রতিদিন ২০ হাজারেরও বেশি সাক্ষাৎকার নিয়ে থাকে।

বিশ্বের শীর্ষ নেতা নির্বাচনে যুক্তরাষ্ট্রে নমুনা হিসেবে ৪৫ হাজার মানুষ নেওয়া হয়েছিল। অন্যান্য দেশে নমুনার সংখ্যা ৫০০ থেকে পাঁচ হাজার।

সব দেশে সাক্ষাৎকারের মাধ্যমে প্রাপ্তবয়স্কদের নমুনা নিয়ে অনলাইনে পরিচালিত হয়। ভারতে নমুনা হিসেবে শিক্ষিত জনগোষ্ঠীকে বেছে নেওয়া হয়। এ সমীক্ষায় অংশগ্রহণকারীরা নিজ নিজ ভাষায় তথ্য দিয়েছেন।

প্রবা/এনএস /এসআর

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা