× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রতিরক্ষা বাজেট ১৩ শতাংশ বাড়াল ভারত

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৩ ২০:৫২ পিএম

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৩ ২১:৫৯ পিএম

মহড়ায় ভারতের সেনাবাহিনীর সদস্যরা। ২০২০ সালের ৬ ফেব্রুয়ারি লখনৌয়। ছবি: সংগৃহীত

মহড়ায় ভারতের সেনাবাহিনীর সদস্যরা। ২০২০ সালের ৬ ফেব্রুয়ারি লখনৌয়। ছবি: সংগৃহীত

ভারত ২০২৩-২৪ অর্থবছরের জন্য পাঁচ লাখ ৯৪ হাজার কোটি রুপি বা সাত হাজার ২৬০ কোটি ডলারের প্রতিরক্ষা বাজেট ঘোষণা করেছে, যা শেষ হতে যাওয়া অর্থবছরের চেয়ে ১৩ শতাংশ বেশি। নিজেদের অর্থনীতির আকারের তুলনায় প্রতিরক্ষা বাজেট সন্তোষজনক বাড়ানো হলেও তা যথেষ্ট নয় বলে মনে করেন বিশেষজ্ঞরা। 

বুধবার (১ ফেব্রুয়ারি) ২০২৩-২৪ অর্থবছরের বাজেটের খসড়া প্রকাশ করেন ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। দেশটির কেন্দ্রীয় সরকারের আগামী অর্থবছরের জন্য ৫৫ হাজার কোটি ডলারের খসড়া বাজেট প্রকাশ করেন তিনি। আগামী ১ এপ্রিল থেকে ভারতের নতুন অর্থবছর শুরু হবে। 

দিল্লিতে খসড়া বাজেট প্রকাশ অনুষ্ঠানে সীতারমণ বলেন, ‘আগামী অর্থবছরে অস্ত্র, গোলা-বারুদ, যুদ্ধবিমানসহ অন্য সামরিক সরঞ্জাম কেনার জন্য বরাদ্দ এক লাখ ৬৩ হাজার কোটি রুপি। সামরিক বাহিনীর সদস্যদের বেতন বাবদ বরাদ্দ দুই কোটি ৭৭ হাজার কোটি রুপি। পেনশন খাতে বরাদ্দ এক কোটি ৩৮ হাজার কোটি ডলার।’

অন্যদিকে আগামী মার্চে শেষ হতে যাওয়া অর্থবছরে দেশটির প্রতিরক্ষা বাজেট পাঁচ লাখ ৮৫ হাজার কোটি রুপিতে পৌঁছাবে বলে জানান সীতারমণ। ইতোঃপূর্বে তা পাঁচ কোটি ২৫ লাখ রুপি হতে পারে বলে জানানো হয়েছিল। 

বিশেজ্ঞ মত

২০১৪ সালে ক্ষমতাগ্রহণের পর থেকে প্রতিরক্ষা বাজেটে জোর দিতে থাকেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মোদি সরকার দেশটির সামরিক খাতকে স্বনির্ভর করারও বড় পরিকল্পনা ঘোষণা করেছে। সেই ধারাবাহিকতায় প্রতি বছর প্রতিরক্ষা বাজেট বাড়ানো হচ্ছে।

দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের লক্ষ্মণ বেহেরা রয়টার্সকে বলেন, ‘ভারত নিজেদের সামরিক খাতকে ঢেলে সাজানোর জন্য কাজ করছে। সেই জায়গা থেকে নতুন বাজেট যুক্তসঙ্গত হলেও যথেষ্ট নয়।’

প্রতিরক্ষা বিভাগের সাবেক উপদেষ্টা অমিত কাউশিশ বলেন, ‘প্রতিরক্ষা বাজেট যে বাড়বে তা আগে থেকে অনুমান করা যাচ্ছিল। কিন্তু বিশেষজ্ঞরা যতটা বাড়াতে পরামর্শ দিয়েছেন, মনে হয় ঠিক ততটা হয়নি।’

ভারতের নতুন প্রতিরক্ষা বাজেট মোট দেশজ উৎপাদনের (জিডিপি) মোট ২ শতাংশ বলে ধারণা করা হচ্ছে। কিন্তু চিরবৈরি চীনের প্রতিরক্ষা বাজেটের কাছে ভারতের বাজেট অনেক কম। ২০২২-২৩ অর্থবছরে চীনের প্রতিরক্ষা বাজেট ছিল ২৩ হাজার কোটি ডলার। 

সূত্র: রয়টার্স।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা