× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইসরায়েলের সমালোচনা করেও দৃঢ় সমর্থন জানালেন ব্লিঙ্কেন

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৩ ১২:৩০ পিএম

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৩ ১২:৪৭ পিএম

ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে মঙ্গলবার সাক্ষাৎ করেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। ছবি : আল জাজিরা

ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে মঙ্গলবার সাক্ষাৎ করেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। ছবি : আল জাজিরা

ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে শান্তি প্রতিষ্ঠার অংশ হিসেবে মধ্যপ্রাচ্য সফর করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। অধিকৃত পশ্চিমতীরের রামাল্লায় গত মঙ্গলবার (৩১ জানুয়ারি) তাকে  স্বাগত জানান ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস।

সফর শেষে বুধবার (১ ফেব্রুয়ারি) এক সংবাদ সম্মেলনে বাড়ি ধ্বংস করে ইসরায়েলের বসতি সম্প্রসারণনীতির সমালোচনা করে ব্লিঙ্কেন বলেন, ‘ইসরায়েলের এই অচরণ দ্বি-রাষ্ট্র তত্ত্ব প্রতিষ্ঠার জন্য ক্ষতিকর৷ কিন্তু এই সমালোচনা সত্ত্বেও ব্লিঙ্কেন ইসরায়েলের প্রতি ওয়াশিংটনের ‘দৃঢ়’ সমর্থনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন তিনি।

ব্লিঙ্কেন বলেন, ‘আমি ইসরায়েল এবং তার জনগণের নিরাপত্তার প্রতি যুক্তরাষ্ট্রের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছি। সহিংসতার ক্রমবর্ধমান জোয়ারের ফলে উভয় পক্ষের অনেক নিরীহ প্রাণ ঝরেছে।’

ব্লিঙ্কেন দুই রাষ্ট্রের স্বার্থ সংরক্ষণের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে বলেন, ‘ফিলিস্তিনি ও ইসরায়েলিরা যাতে স্বাধীনতা, নিরাপত্তা, সুযোগ, ন্যায়বিচার এবং মর্যাদার সমান পরিমাণে উপভোগ করে তা নিশ্চিত করার জন্য স্থায়ী লক্ষ্যের দিকে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র এমন কিছুর বিরোধিতা করতে থাকবে, যা সেই লক্ষ্যকে নাগালের বাইরে নিয়ে যায়। যার মধ্যে রয়েছে বসতি সম্প্রসারণের মাধ্যমে পশ্চিমতীরকে সংযুক্ত করার দিকে অগ্রসর হওয়া এবং জেরুজালেমের পবিত্র স্থানগুলোতে ধ্বংস, উচ্ছেদ এবং সহিংসতার প্রতি প্ররোচনা ও সম্মতি।’

উল্লেখ্য, অধিকারকর্মীরা দীর্ঘদিন ধরেই ওয়াশিংটনকে ফিলিস্তিনিদের বিরুদ্ধে নির্যাতন বন্ধ করতে ইসরায়েলকে চাপ দেওয়ার জন্য আহ্বান জানিয়ে আসছে।

যুক্তরাষ্ট্র প্রতিবছর ইসরায়েলকে কমপক্ষে ৩ দশমিক ৮ বিলিয়ন ডলারের সামরিক সহায়তা প্রদান করে থাকে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনসহ পরবর্তী মার্কিন প্রশাসন ইসরায়েলের প্রতি নিঃশর্ত সমর্থন বজায় রেখেছে। কারণ, তারা দুই রাষ্ট্র তত্ত্বকে  সমর্থন করছে। তবে, অনেক বিশেষজ্ঞের মতে, ইসরায়েলের বসতি স্থাপন নীতির কারণে দ্বি-রাষ্ট্র তত্ত্ব বাস্তবায়ন সম্ভব নয়।

গত সপ্তাহে ইসরায়েলি বাহিনী জেনিন শরণার্থী শিবিরে ৯ জনসহ পশ্চিম তীরে ১০ ফিলিস্তিনিকে হত্যা করেছে। একদিন পর অধিকৃত পূর্ব জেরুজালেমে একজন ফিলিস্তিনি বন্দুকধারীও সাত ইসরায়েলিকে গুলি করে হত্যা করে। সূত্র : আল জাজিরা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: protidinerbangladesh.pb@gmail.com

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: pbad2022@gmail.com

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: pbonlinead@gmail.com

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: pbcirculation@gmail.com

বিজ্ঞাপন মূল্য তালিকা