× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গুজরাট ব্রিজ ট্র্যাজেডি

আদালতে আত্মসমর্পণ করলেন সংস্কার প্রকল্পের বস

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৩ ১৯:৫০ পিএম

আপডেট : ৩১ জানুয়ারি ২০২৩ ১৯:৫২ পিএম

সংস্কারের চার দিন পর ধসে পড়ে মরবি শহরের মাচ্ছু নদীর ব্রিটিশ আমলের ব্রিজটি। ৩০ অক্টোবর তোলা। ছবি: সংগৃহীত

সংস্কারের চার দিন পর ধসে পড়ে মরবি শহরের মাচ্ছু নদীর ব্রিটিশ আমলের ব্রিজটি। ৩০ অক্টোবর তোলা। ছবি: সংগৃহীত

গুজরাটের মরবি শহরে গত অক্টোবরে একটি ব্রিজ ধসে ১৩৫ জন নিহত হন। ব্রিটিশ আমলের তৈরি ব্রিজটির সংস্কার কাজ শেষে সাধারণের জন্য উন্মুক্ত করার মাত্র চার দিনের মাথায় ধসে পড়ে। সংস্কার প্রকল্পের দায়িত্বে ছিলেন দেশটির ওরেভা গ্রুপ। গ্রুপটির ব্যবস্থাপনা পরিচালক জয়সুখ প্যাটেল মঙ্গলবার স্থানীয় একটি আদালতে আত্মসমর্পণ করেছেন। 

মরবি শহরের মাচ্ছু নদীর পুরোনো ব্রিজটির সংস্কার কাজ শেষ হয় ২৬ অক্টোবর। পরের দিন তা জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। দর্শনীয় ব্রিজটি দেখার জন্য স্থানীয়দের মধ্যে ব্যাপক উদ্দীপনা দেখা দেয়। ৩০ অক্টোবর প্রায় ৩০০ মানুষ ব্রিজটিতে ওঠে। এ অবস্থায় এক পর্যায়ে ব্রিজটি ধসে পড়ে। এতে ১৩৫ জন নিহত হন। বিভিন্ন মাত্রায় আহত হন আরও প্রায় ৮০ জন। 

এই ঘটনায় স্থানীয় প্রশাসন ওরেভা গ্রুপের বিরুদ্ধে একটি মামলা করে। গত সপ্তাহে গুজরাটের স্থানীয় একটি আদালতে মামলাটির শুনানি হয়। ফরেনসিক প্রতিবেদনের বরাতে আদালত বলেন, ব্রিজ সংস্কারে নিম্নমানের উপকরণ ব্যবহার করা হয়েছে। ব্রিজটিতে এক সঙ্গে কত মানুষ ওঠতে পারবে তার কোনো হিসাব করেনি ওরেভা গ্রুপ। 

অন্যদিকে, ওরেভা গ্রুপ দায়িত্ব পালনে অবহেলা করেছে বলে উল্লেখ করা হয়েছে রাজ্য সরকারের একটি বিশেষ তদন্ত প্রতিবেদনে।  

দায়িত্বে অবহেলার কারণে ওরেভা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক জয়সুখ প্যাটেলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। এ পরিস্থিতিতে ঘটনার পর থেকে পলাতক জয়সুখ প্যাটেল মঙ্গলবার (৩১ জানুয়ারি) স্থানীয় একটি আদালতে আত্মসমর্পণ করেন। 

একই ঘটনা ইতোমধ্যে আরও নয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের মধ্যে সাবকন্ট্রাক্টর, সংশ্লিষ্ট শ্রমিকেরাও রয়েছেন বলে উল্লেখ করা হয়েছে এনডিটিভির এক প্রতিবেদনে। 

সূত্র: এনডিটিভি। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: protidinerbangladesh.pb@gmail.com

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: pbad2022@gmail.com

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: pbonlinead@gmail.com

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: pbcirculation@gmail.com

বিজ্ঞাপন মূল্য তালিকা