× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পেশওয়ারে আত্মঘাতী হামলা

নিহত বেড়ে ৯২, উদ্ধার কাজ চলছে

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৩ ১৬:২২ পিএম

আপডেট : ৩১ জানুয়ারি ২০২৩ ১৬:৩২ পিএম

পেশওয়ার পুলিশ লাইনের মসজিদে বোমা হামলার পর। ৩০ জানুয়ারি তোলা। ছবি: সংগৃহীত

পেশওয়ার পুলিশ লাইনের মসজিদে বোমা হামলার পর। ৩০ জানুয়ারি তোলা। ছবি: সংগৃহীত

পাকিস্তানের পেশওয়ার পুলিশ লাইনের মসজিদে আত্মঘাতী বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯২। নিহতদের ৫৯ জন পুলিশ সদস্য। একই হামলায় আহত হয়েছেন আরও ১৫৮ জন। আহতদেরও প্রায় ৯০ শতাংশ পুলিশ সদস্য। 

একিদে মসজিদের বিধ্বস্ত একটি অংশ পরিষ্কারের কাজ বাকি রয়েছে। মঙ্গলবার (৩১ জানুয়ারি) সকালে ওই অংশে উদ্ধার কাজ শুরু হয়েছে। তবে সেখান থেকে জীবিত কোনো ব্যক্তিকে উদ্ধারে সম্ভাবনা নেই বলে জানিয়েছেন দমকল বাহিনীর কর্মকর্তারা। 

সোমবার (৩০ জানুয়ারি) জোহরের নামাজের পর পেশওয়ার পুলিশ লাইনে ওই আত্মঘাতী হামলার দায় স্বীকার করেছে তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি)। সোমবার রাতে দায় স্বীকারের কয়েক ঘণ্টা পর আলাদা একটা বিবৃতিতে তা অস্বীকার করে সন্ত্রাসী গোষ্ঠীটি। পাকিস্তান তালিবান নামে পরিচিত টিটিপি দেশটিতে নিষিদ্ধ ঘোষিত একটি গোষ্ঠী।  

দ্য ডনের এক প্রতিবেদনে বলা হয়, দমকল বাহিনীর মুখপাত্র বিলাল ফাইয়াজ বলেছেন, ‘ইতোমধ্যে প্রায় ১৮ ঘণ্টা উদ্ধার কাজ চালানো হয়েছে। মসজিদের একটি অংশের ধ্বংসস্তূপ এখনও পরিষ্কার করা হয়নি। আজ (মঙ্গলবার, ৩১ জানুয়ারি) সকালে সেখানে উদ্ধার কাজ ফের শুরু হয়েছে। তবে, কাউকে জীবিত উদ্ধার করা হয়তো সম্ভব হবে না।’

সূত্র : দ্য ডন। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা