× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নতুন ট্রানজিট ভিসায় ওমরাহর সুযোগ দেবে সৌদি আরব

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৩ ১৫:২৩ পিএম

আপডেট : ৩১ জানুয়ারি ২০২৩ ১৮:২৯ পিএম

আবেদন স্বয়ংক্রিয়ভাবে সমন্বিত ভিসা প্ল্যাটফর্মে পৌঁছে যাবে, যাতে পররাষ্ট্র মন্ত্রণালয় সে ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারে। ছবি: সংগৃহীত

আবেদন স্বয়ংক্রিয়ভাবে সমন্বিত ভিসা প্ল্যাটফর্মে পৌঁছে যাবে, যাতে পররাষ্ট্র মন্ত্রণালয় সে ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারে। ছবি: সংগৃহীত

সৌদি সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় নতুন ট্রানজিট ভিসা দেওয়া শুরু করেছে। এর আওতায় এখন থেকে সফরকারীরা চাইলে সৌদিতে বিরতি নিয়ে ভিসার জন্য আবেদন জানাতে পারবেন।

মূলত উমরাহ পালন করতে চান, মদিনায় মসজিদে নববি ঘুরে দেখতে আগ্রহী এবং সৌদির অন্যান্য অংশেও যেতে চান এমন ব্যক্তিদের জন্য এটি কাজে দেবে বলে উল্লেখ করা হয়েছে আরব নিউজের এক প্রতিবেদনে

প্রতিবেদনে আরও বলা হয়েছে, একজন ব্যক্তি সর্বোচ্চ ৯৬ ঘণ্টা পর্যন্ত এভাবে সৌদি আরবে অবস্থান করতে পারবেন। নতুন সেবা সোমবার থেকে কার্যকর হবে। যাত্রীরা সৌদিয়া এয়ারলাইনস এবং ফ্লাইনাসের মাধ্যমে আবেদন করতে পারবেন। 

আবেদন স্বয়ংক্রিয়ভাবে সমন্বিত ভিসা প্ল্যাটফর্মে পৌঁছে যাবে, যাতে পররাষ্ট্র মন্ত্রণালয় সে ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারে। পরে দ্রুত ডিজিটাল ভিসা ইসু করা হবে এবং ভিসা প্রাপ্তকে ইমেইলের মাধ্যমে তা জানিয়ে দেওয়া হবে।

প্রতিবেদনের তথ্যানুসারে, বিনামূ্ল্যের এ ভিসা সফরকারীর টিকেটের বিপরীতে দেওয়া হবে এবং এর তিন মাস মেয়াদ থাকবে। সৌদি মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, ই-ট্রানজিট ভিসা তাদেরকে নিজেদের ভিশন ২০৩০ এ পৌঁছাতে সহায়তা করবে।  সূত্র: আরব নিউজ     


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা