× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রবল বৃষ্টির কারণে অকল্যান্ডে জরুরি অবস্থা ঘোষণা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৩ ১৮:৫৩ পিএম

আপডেট : ২৭ জানুয়ারি ২০২৩ ১৯:২১ পিএম

বন্যার কারণে অকল্যান্ডে ব্যাপক বিপর্যয় দেখা দিয়েছে। ছবি : সংগৃহীত

বন্যার কারণে অকল্যান্ডে ব্যাপক বিপর্যয় দেখা দিয়েছে। ছবি : সংগৃহীত

নিউজিল্যান্ডের বৃহত্তম শহর অকল্যান্ডে প্রবল বৃষ্টিপাতের কারণে ব্যাপক বন্যার সৃষ্টি হওয়ায় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।

শহরটিতে শুক্রবার (২৭ জানুয়ারি) মুষলধারে বৃষ্টির ফলে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠান বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়। নিউজিল্যান্ড হেরাল্ড জানিয়েছে, অকল্যান্ডের উত্তর উপকূলে ওয়াইরাউ উপত্যকায় একটি মৃতদেহ পাওয়া গেছে।

বৃষ্টির কারণে এলটন জনের কনসার্টও শুরু হওয়ার কয়েক মিনিট আগে বাতিল করা হয়। ওই কনসার্টে ৪০ হাজার এলটন ভক্তের অংশগ্রহণের কথা ছিল।

অনলাইন ফুটেজে দেখা গেছে, কোমর-গভীর বন্যার পানিতে আটকে পড়া লোকজনকে উদ্ধারকারীরা কায়াকেতে করে সরিয়ে নিয়ে যাচ্ছে। অন্য ছবিতে দেখা গেছে, বেশ কয়েকটি সুপারমার্কেটের সামনে ভাসমান মুদি জিনিসপত্র।

অকল্যান্ডের মেয়র ওয়েইন ব্রাউন বলেছেন, ‘ঝড়ের প্রভাবে অবকাঠামো এবং জরুরি পরিষেবাগুলো একইভাবে আক্রান্ত হয়েছে।’

স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, ফায়ার সার্ভিস কর্মীরা সাহায্যপ্রার্থীদের ১ হাজারেরও বেশি কল পেয়েছেন। নিউজিল্যান্ডের প্রতিরক্ষা বাহিনীও উদ্ধার কাজে সহায়তা করছে বলে জানা গেছে।

অকল্যান্ডে সব ফ্লাইট এবং শহরের মধ্যে রেল পরিষেবাগুলো আবহাওয়ার কারণে বিলম্বিত ও বাতিল করা হয়েছে। বন্যার কারণে প্রধান সড়কগুলোও বন্ধ হয়ে গেছে। যার ফলে মহাসড়কে দীর্ঘ যানবাহনের সারি দেখা গেছে এবং বেশ কয়েকটি ট্র্যাফিক দুর্ঘটনার খবরও পাওয়া গেছে।

অকল্যান্ড ইমার্জেন্সি ম্যানেজমেন্ট টুইটারে বলেছে, গুরুতর আবহাওয়া অঞ্চলটিকে প্রভাবিত করছে এবং বেশ কয়েকটি এলাকা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে।

জাতীয় আবহাওয়া কর্তৃপক্ষ অনুমান করেছে, ১১ ঘণ্টায় সেখানে ১৫ সেন্টিমিটার বৃষ্টি হয়েছে। কর্তৃপক্ষটি অকল্যান্ডের বিভিন্ন স্থানে অন্তত আগামী পাঁচ দিন ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে।

সূত্র : বিবিসি

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা