× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইসলামভীতি রুখতে প্রথম উপদেষ্টা নিয়োগ কানাডার

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৩ ১৭:২১ পিএম

আপডেট : ২৭ জানুয়ারি ২০২৩ ১৮:০১ পিএম

ইসলামভীতি মোকাবিলাবিষয়ক কানাডার প্রথম উপদেষ্টা আমিরা এলগাওয়াবি। ছবি : সংগৃহীত

ইসলামভীতি মোকাবিলাবিষয়ক কানাডার প্রথম উপদেষ্টা আমিরা এলগাওয়াবি। ছবি : সংগৃহীত

ইউরোপ ও আমেরিকার বিভিন্ন দেশে গত দুই দশকে ইসলামভীতি (ইসলামোফোবিয়া) ক্রমশ বেড়েছে। এ সমস্যা মোকাবিলায় পশ্চিমা দেশগুলো বিভিন্ন ধরনের পদক্ষেপ নিচ্ছে। বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) কানাডা প্রথমবারের মতো একজন উপদেষ্টা বা বিশেষ প্রতিনিধি নিয়োগ দিয়েছেন, যিনি জনমনে বিরাজমান ইসলামভীতি কাটাতে নানা পদক্ষেপ নেবেন। 

বৃহস্পতিবার কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়, সাংবাদিক ও অ্যাক্টিভিস্ট আমিরা এলগাওয়াবিকে ইসলামভীতি রুখতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিশেষ প্রতিনিধি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। ইসলামভীতির পাশাপাশি পদ্ধতিগত বর্ণবাদ, জাতিগত বৈষম্য ও ধর্মীয় অসহিষ্ণুতা রুখতে তিনি ভূমিকা রাখবেন।

এএফপির এক প্রতিবেদনে বলা হয়, এলগাওয়াবি মানবাধিকারকর্মী হিসেবে কানাডার পরিচিত মুখ। তিনি ইতঃপূর্বে কানাডিয়ান রেইস রিলেশনস ফাউন্ডেশনের যোগাযোগ প্রধান হিসেবে কাজ করেছেন। এলগাওয়াবি টরেন্টো স্টার নিউজপেপারের নিয়মিত কলামিস্ট।

এলগাওয়াবিকে যে পদে নিয়োগ দেওয়া হয়েছে, তা ২০২১ সালে সৃষ্টি করা হয়। 

মুসলমানদের ওপর হামলা

গত কয়েক বছরে কানাডায় মুসলমানদের ওপর হামলা বেড়েছে। ২০২১ সালের জুনে অন্টারিওর লন্ডন শহরে এক শ্বেতাঙ্গ ব্যক্তির গাড়িচাপায় চার ‍মুসলমান নিহত হয়। 

চার বছর আগে কুইবেক শহরের একটি মসজিদে অচমকা হামলায় ছয় ব্যক্তি নিহত ও পাঁচ ব্যক্তি আহত হয়।

সূত্র : এএফপি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা