× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

উত্তর কোরিয়ার রাজধানীতে পাঁচ দিনের লকডাউন

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৩ ১৫:৪৯ পিএম

আপডেট : ২৫ জানুয়ারি ২০২৩ ১৬:১৬ পিএম

পিয়ংইয়ং বাদে উত্তর কোরিয়ার অন্যান্য অংশে লকডাউন ঘোষণা করা হয়েছে কি না, তা এখনও জানা যায়নি। ছবি : সংগৃহীত

পিয়ংইয়ং বাদে উত্তর কোরিয়ার অন্যান্য অংশে লকডাউন ঘোষণা করা হয়েছে কি না, তা এখনও জানা যায়নি। ছবি : সংগৃহীত

অজ্ঞাতনামা এক শ্বাসযন্ত্রের রোগের কারণে উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ংয়ে পাঁচ দিনের লকডাউন ঘোষণা করা হয়েছে। বুধবার (২৫ জানুয়ারি) উত্তর কোরিয়ার সরকারি বিজ্ঞপ্তির বরাত দিয়ে এ খবর জানিয়েছে সিওলভিত্তিক সংবাদমাধ্যম এনকে নিউজ। সরকারি বিজ্ঞপ্তির কোথাও কোভিড-১৯-এর কথা বলা হয়নি।

এনকে নিউজ জানিয়েছে, শহরের বাসিন্দাদের রবিবারের শেষ ভাগ পর্যন্ত ঘরে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিদিন কয়েকবার করে তাপমাত্রাও পরীক্ষা করতে বলা হয়েছে। এ ছাড়াও মঙ্গলবার পিয়ংইয়ংয়ের বাসিন্দাদের নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি মজুদ করতে দেখা গেছে বলে উল্লেখ করেছে সংবাদমাধ্যমটি।

রয়টার্সের প্রতিবেদন বলছে, পিয়ংইয়ং বাদে উত্তর কোরিয়ার অন্যান্য অংশে লকডাউন ঘোষণা করা হয়েছে কি না, তা এখনও জানা যায়নি।

২০২২ সালে প্রথম কোভিড-১৯ মহামারির কথা স্বীকার করে উত্তর কোরিয়া। কিন্তু আগস্ট নাগাদ দেশটি জানায়, ভাইরাসকে পরাস্ত করতে পেরেছে তারা। কতজন কোভিডে আক্রান্ত হয়েছিল সে সম্পর্কে কোনো তথ্য দেয়নি তারা।    

কোভিড রোগীদের তথ্য দেওয়ার বদলে দেশটি জ্বর-আক্রান্ত রোগীর সংখ্যা জানানো শুরু করেছিল। একপর্যায়ে আড়াই কোটি জনসংখ্যার দেশটিতে ৪৭ লাখ মানুষ জ্বর-আক্রান্ত বলে জানানো হয়। তবে গত বছরের ২৯ জুলাইয়ের পর এ-সংক্রান্ত আর কোনো তথ্য দেয়নি দেশটি।

উত্তর কোরিয়ার গণমাধ্যমে মহামারি ঠেকানোর পদক্ষেপের কথা জানানো হলেও এখন পর্যন্ত লকডাউনের খবর জানানো হয়নি। সূত্র : রয়টার্স    

  


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা