× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মোদির তথ্যচিত্রের নিন্দার জেরে কংগ্রেস ছাড়লেন অনিল অ্যান্টনি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৩ ১২:৩৮ পিএম

আপডেট : ২৫ জানুয়ারি ২০২৩ ১২:৫২ পিএম

ভারতের সাবেক কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী এ কে অ্যান্টনির ছেলে অনিল কে অ্যান্টনি।

ভারতের সাবেক কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী এ কে অ্যান্টনির ছেলে অনিল কে অ্যান্টনি।

ভারতের রাজনৈতিক দল কংগ্রেসের প্রবীণ রাজনীতিবিদ এবং সাবেক কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী এ কে অ্যান্টনির ছেলে অনিল কে অ্যান্টনি টুইট পোস্ট মুছে ফেলার চাপের বিপরীতে দল ছেড়েছেন। 

ওই টুইটে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপর বিবিসির তথ্যচিত্রের নিন্দা করেছিলেন এবং এটিকে ‘বিপজ্জনক নজির’ বলে অভিহিত করেছিলেন।

অনিল অ্যান্টনি কেরালায় কংগ্রেসের সোশ্যাল মিডিয়া সেলে দায়িত্বে ছিলেন। তিনি বুধবার (২৫ জানুয়ারি) টুইটারে তার পদত্যাগপত্র পোস্ট করেছেন। 

অনিল অভিযোগ করেছেন যে, তিনি গত মঙ্গলবার রাতে ফোনে হুমকি এবং ঘৃণিত মেসেজ পেয়েছেন। ওই ফোন কল এবং মেসেজে তার টুইটার পোস্টটি মুছে ফেলার বিষয়ে চাপ দেওয়া হয়। 

সংবাদ সংস্থা এএনআইকে তিনি বলেন, ‘গত ২৪ ঘণ্টায় ঘটে যাওয়া অনেক কিছু, বিশেষ করে কংগ্রেসের কিছু কোণ থেকে আমাকে অনেক কষ্ট দেওয়া হয়েছে।’

অনিল অ্যান্টনি তার পদত্যাগপত্রে দলের নেতৃত্বের নিন্দা করে লিখেছেন, ‘আমি ভালভাবে সচেতন হয়েছি যে, আপনি এবং আপনার নেতৃত্বের আশেপাশের নেতারা শুধুমাত্র একগুচ্ছ দালাল এবং চামচাদের সঙ্গে কাজ করতে আগ্রহী।’

অনিল অ্যান্টনি বিবিসিকে একটি রাষ্ট্র পরিচালিত চ্যানেল বলে অভিহিত করেছেন। তিনি মোদি এবং ২০০২ সালের গুজরাট দাঙ্গাকে কেন্দ্র করে দুই পর্বের তথ্রচিত্রের সমালোচনা করেছেন৷

তার দৃষ্টিভঙ্গি কেরালায় কংগ্রেসের অবস্থানের সম্পূর্ণ বিপরীত ছিল। ঘোষণা করা হয়েছিল যে তথ্যচিত্রটি কেরালা রাজ্যের বিভিন্ন অংশে প্রদর্শিত হবে।

তিনি বলেন, ‘সত্য জ্বলজ্বল করে। এর বেরিয়ে আসার অভ্যাস রয়েছে। তাই কোনো প্রকার নিষেধাজ্ঞা, নিপীড়ন এবং মানুষকে ভয় দেখানো সত্যকে বেরিয়ে আসা থেকে বাধা দিতে পারে না।’

এনডিটিভির সাথে কথা বলার সময় অ্যান্টনি বলেন, ‘রাহুল গান্ধীসহ কংগ্রেস দলের কারও সাথে তার কোন সমস্যা নেই। তবে আমাদের স্বাধীনতার ৭৫তম বছরে বিদেশী প্রতিষ্ঠানগুলোকে আমাদের সার্বভৌমত্বকে ক্ষুণ্ন করতে বা পতন করতে দেওয়া উচিত নয়।’

সূত্র : এনডিটিভি

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা