× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কর্ণাটকে ভোটারদের মাথাপিছু ৬ হাজার রুপি দেবে বিজেপি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৩ ২২:০৮ পিএম

আপডেট : ২২ জানুয়ারি ২০২৩ ২২:১৭ পিএম

আসন্ন বিধানসভা নির্বাচনে ভোটারদের মাথাপিছু ছয় হাজার রুপি করে দেওয়ার ঘোষণা দিয়েছেন কর্ণাটকের বিজেপির সাবেক পানিসম্পদমন্ত্রী রমেশ জারকিহোলি। ছবি : সংগৃহীত

আসন্ন বিধানসভা নির্বাচনে ভোটারদের মাথাপিছু ছয় হাজার রুপি করে দেওয়ার ঘোষণা দিয়েছেন কর্ণাটকের বিজেপির সাবেক পানিসম্পদমন্ত্রী রমেশ জারকিহোলি। ছবি : সংগৃহীত

ভারতের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের রাজ্য কর্ণাটকে চলতি বছরের মে মাসে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আসন্ন নির্বাচনে ভোটারদের মাথাপিছু ছয় হাজার রুপি দেওয়ার ঘোষণা দিয়েছেন রাজ্যটির বিজেপির সাবেক পানিসম্পদমন্ত্রী রমেশ জারকিহোলি। কিন্তু জারকিহোলির ঘোষণা একান্ত ব্যক্তিগত বলে জানিয়েছে বিজেপি। 

রবিবার (২২ জানুয়ারি) স্থানীয় এক সমাবেশে কংগ্রেসের স্থানীয় এক নেতাকে লক্ষ্য করে জারকিহোলি বলেন, ‘তিনি ভোটারদের রান্নার সামগ্রী দিচ্ছেন। শুনেছি, ইতোমধ্যে তিনি প্রায় এক হাজার রুপির মতো জিনিসপত্র দিয়েছেন। তিনি সম্ভবত আরেক সেট জিনিসপত্র দেবেন। সব মিলিয়ে হয়তো তিন হাজার রুপির মতো জিনিস দেবেন। কিন্তু আপনাদের কথা দিলাম, আমরা আপনাদের ছয় হাজার রুপি করে দেব।’ 

এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, জারকিহোলির প্রতিশ্রুতি অস্বীকার করেছেন কর্ণাটকের বিজেপির বর্তমান পানিসম্পদমন্ত্রী গোবিন্দ করজল। 

করজল বলেন, ‘আমাদের দলে ওই রকম কোনো কিছুর স্থান নেই। আমরা একটি আদর্শভিত্তিক দল। নরেন্দ্র মোদির নেতৃত্বে সংখ্যাগরিষ্ঠের রায় নিয়ে আমরা টানা দুই দফায় ক্ষমতায় রয়েছি। কেউ যদি ভোটারদের অর্থ দেওয়ার প্রতিশ্রুতি দেয়, তা দলীয় কোনো সিদ্ধান্ত নয়। তা একান্ত ব্যক্তিগত বিষয়।’ 

অর্থ দিয়ে ভোট কেনার জারকিহোলির ঘোষণা নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে। কর্ণাটকের কংগ্রেসের নেতা ও বিধায়ক প্রিয়াঙ্কা খড়গে বলেন, ‘বিজেপির মধ্যে দুর্নীতি কতদূর শিকড় গেড়েছে, এ ঘোষণা তারই প্রমাণ। এমন ঘোষণার পরও নির্বাচন কমিশন, দুর্নীতি দমন বিভাগ কোনো পদক্ষেপ নিচ্ছে না কেন, সেটাই বড় প্রশ্ন।’

সূত্র : এনডিটিভি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা