× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

২০২৩ সালে ৯ রাজ্যে জিততে নতুন কৌশল বিজেপির

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২৩ ২০:৫৫ পিএম

আপডেট : ১৬ জানুয়ারি ২০২৩ ২১:০৮ পিএম

শোভাযাত্রা উপলক্ষে নরেন্দ্র মোদি ও দলের শীর্ষ নেতাদের ফেস্টুনে ফেস্টুনে ভরে গেছে দিল্লির রাস্তা-ঘাট। ১৬ জানুয়ারি তোলা। ছবি : সংগৃহীত

শোভাযাত্রা উপলক্ষে নরেন্দ্র মোদি ও দলের শীর্ষ নেতাদের ফেস্টুনে ফেস্টুনে ভরে গেছে দিল্লির রাস্তা-ঘাট। ১৬ জানুয়ারি তোলা। ছবি : সংগৃহীত

ভারতের পরবর্তী লোকসভা বা জাতীয় নির্বাচন ২০২৪ সালে। তার আগে চলতি বছর দেশটির ৯ রাজ্যে বিধানসভা নির্বাচন। বিধানসভা নির্বাচনকে সেমিফাইনাল ধরে নিয়ে তাতে ব্যাপক সফলতা পেতে মরিয়া দেশটির ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। 

রাজধানী নয়াদিল্লিতে সোমবার (১৬ জানুয়ারি) থেকে শুরু হওয়া বিজেপির দুদিনব্যাপী জাতীয় নির্বাহী বৈঠকের প্রথম দিন দলটির শীর্ষ নেতা রবিশঙ্কর প্রসাদ এসব কথা জানান। নির্বাহী বৈঠকের প্রথম দিনের আলোচনা শেষে এক সংবাদ সম্মেলনে তিনি ওইসব কথা বলেন। তার আগে দিল্লিতে এক বিশাল শোভাযাত্রার নেতৃত্ব দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। 

সংবাদ সম্মেলনে রবিশঙ্কর প্রসাদ বলেন, ‘২০২৩ সাল আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বছর। আমাদের পার্টি প্রেসিডেন্ট জেপি নাড্ডা এ কথা আমাদের বারবার জোর দিয়ে স্মরণ করিয়ে দিয়েছেন। আগামী বছরের লোকসভা নির্বাচনের আগে চলতি বছর ৯ রাজ্যের বিধানসভা নির্বাচন। এই ৯ রাজ্যেই আমাদের জিততে হবে।

‘আমাদের কাছে প্রধানমন্ত্রীর নির্দেশনা হলো, প্রতিটা ভোটকেন্দ্রের হিসেব নিয়ে এগোতে হবে। কোন কেন্দ্রে আমাদের অবস্থান কেমন তা যাচাই করা হচ্ছে। যেসব কেন্দ্রে আমাদের অবস্থান দুর্বল, তা চিহ্নিত করা হচ্ছে। তাতে অবস্থান বদলাতে সবকিছু করা হবে।’ 

এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, দুদিনব্যাপী বিজেপির নির্বাহী বৈঠকে নরেন্দ্র মোদির পাশাপাশি ৩৫ জন কেন্দ্রীয় মন্ত্রী, ১২ জন মুখ্যমন্ত্রী, ৩৭ জন আঞ্চলিক নেতা এবং সারা দেশের ৩৫০ জন শীর্ষ নেতার যোগদানের কথা রয়েছে। 

সূত্র : এনডিটিভি, হিন্দুস্তান টাইমস। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা