× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সমকামীদের সমর্থন দিলেন আরএসএস প্রধান

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৩ ১৫:২০ পিএম

আপডেট : ১২ জানুয়ারি ২০২৩ ১৬:২৫ পিএম

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) প্রধান মোহন ভাগত। ছবি : টাইমস অব ইন্ডিয়া।

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) প্রধান মোহন ভাগত। ছবি : টাইমস অব ইন্ডিয়া।

সমকামীদের প্রতি সমর্থন জানালেন ভারতের ক্ষমতাসীন দল বিজেপির সমাজসেবামূলক সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) প্রধান মোহন ভাগত।

ভাগত এই প্রসঙ্গে গত বুধবার (১১ জানুয়ারি) বলেন, সমকামীদের ব্যক্তিগত জায়গা থাকা উচিত। এটি জৈবিক চাহিদার অংশ। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘকে এই দৃষ্টিভঙ্গি প্রচার করতে হবে। 

তিনি আরও বলেন, 'এই ধরনের মানুষ সব সময় ছিলেন। যতদিন ধরে মানুষের অস্তিত্ব আছে, ততদিন এটা থাকবে। এটা জীবন ধারণের জৈবিক একটি বিষয়। আমরা চাই তাদের নিজস্ব ব্যক্তিগত জায়গা থাকুক এবং তারাও সমাজের একটি অংশ বলে নিজেদের মনে করুক। আমাদের এই দৃষ্টিভঙ্গি প্রচার করতে হবে। কারণ, এই ইস্যু সমাধানের অন্য সব উপায়ই ব্যর্থ হবে।’ 

ভাগত জানান, সংঘ প্রথাগত রাজনীতি থেকে দূরে থাকবে। এদিকে, ভারতে মুসলিমদের ‘ভয় পাওয়ার কোনো কারণ নেই’ বলেও মন্তব্য করেন ভাগত। 

তার ভাষ্যমতে, ‘মুসলিমদের ভয় পাওয়ার কিছু নেই। তবে তাদের অবশ্যই আধিপত্যের ভাবনা ছাড়তে হবে। হিন্দু ধর্ম ও সংস্কৃতিকে রক্ষার জন্য হিন্দু সমাজ একটি যুদ্ধের মধ্যে রয়েছে।’ 

ভাগত বলেন, ‘আমরা একবার এই ভূমিতে শাসন করেছি এবং আবার এখানে শাসন করব। কেবল আমাদের পথই সঠিক, বাকি সবাই ভুল। আমরা আলাদা, আমরা একসঙ্গে থাকতে পারি নামুসলিমদের অবশ্যই এই ভাবনা থেকে বেরিয়ে আসতে হবে। আসলে এখানে যারা বাস করে, হিন্দু বা কমিউনিস্ট হোক তাদের সবাইকে এই যুক্তি ত্যাগ করতে হবে।’

তিনি বলেন, ‘হিন্দু সমাজ ১০০০ বছর ধরে যুদ্ধের মধ্যে রয়েছে। আগে বিদেশি হানাদারদের সঙ্গে যুদ্ধ করেছে। আর এখন বিদেশি প্রভাব এবং বিদেশি ষড়যন্ত্রের বিরুদ্ধে লড়াই চলছে। আর এসবের কারণেই হিন্দু সমাজ জেগে উঠেছে। যারা যুদ্ধের মধ্যে রয়েছেন তাদের মধ্যে আক্রমণ হওয়াটা স্বাভাবিক।’ 

আরএসএস প্রধান আরও বলেন, ‘হিন্দু আমাদের পরিচয়, আমাদের জাতীয়তা, আমাদের সভ্যতাগত বৈশিষ্ট্য। এটি এমন একটি বৈশিষ্ট্য যা প্রত্যেককে আমাদের আপন বলে মনে করে; যা সবাইকে সাথে নিয়ে চলে। আমরা কখনও বলি না, আমারই ঠিক আর তোমার ভুল। তুমি তোমার জায়গায় ঠিক, আমি আমার জায়গায় ঠিক; কেন লড়াই করব, আসুন আমরা একসঙ্গে এগিয়ে যাইএটাই হিন্দুত্ব।’

সূত্র : হিন্দুস্তান টাইমস

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা