× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বন্যায় বিধ্বস্ত পাকিস্তানের প্রয়োজন ‘বৃহৎ বিনিয়োগ’

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৩ ১৯:১৫ পিএম

আপডেট : ১৩ জানুয়ারি ২০২৩ ১৮:৫৮ পিএম

জাতিসংঘ মহাসচিব আন্তনিও গুতেরেস। ছবি : সংগৃহীত

জাতিসংঘ মহাসচিব আন্তনিও গুতেরেস। ছবি : সংগৃহীত

বন্যার বিপর্যয় থেকে ঘুরে দাঁড়াতে এবং জলবায়ু পরিবর্তনের সঙ্গে যুঝতে পাকিস্তানের ‘বৃহৎ বিনিয়োগ’ প্রয়োজন বলে জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তনিও গুতেরেস। সোমবার (৮ জানুয়ারি) জেনেভায় এক আন্তর্জাতিক সম্মেলনে এ মন্তব্য করেন তিনি। সূত্র: এএফপি

অর্থ সহায়তার জন্য জাতিসংঘের সঙ্গে যৌথভাবে ওই সম্মেলন আয়োজন করেছে পাকিস্তান। বিপর্যয় থেকে ঘুরে দাঁড়াতে বর্তমানে শত শত কোটি ডলার সহায়তা সংগ্রহের চেষ্টা চালিয়ে যাচ্ছে দেশটি। 

এক দিনের ওই সম্মেলনে গুতেরেস বলেন, ‘পাকিস্তানের সঙ্গে যা হয়েছে, তা কোনো দেশের সঙ্গেই হওয়া উচিত নয়।’ তিনি বিশ্বকে পাকিস্তানের সহায়তায় এগিয়ে আসারও আহ্বান জানান। জাতিসংঘ মহাসচিব এ সময় বন্যায় পাকিস্তানের এক-তৃতীয়াংশ তলিয়ে গেছে, ১ হাজার ৭০০-এর বেশি মানুষ মারা গেছে এবং ৩ কোটি ৩০ লাখেরও বেশি মানুষ এর কারণে প্রভাবিত হচ্ছে বলেও উল্লেখ করেন।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ সম্মেলনে বলেন, তার দেশ ক্রমে বৃদ্ধি পেতে থাকা প্রয়োজন মেটানোর ক্ষেত্রে ‘সময়ের সঙ্গে লড়ছে’। 

প্রধানমন্ত্রীর সঙ্গে একমত হয়ে পররাষ্ট্রমন্ত্রী বিলওয়াল ভুট্টো জারদারি বলেন, ‘আমাদের দেশের ইতিহাসে এটি সবচেয়ে বিপর্যয়কারী প্রাকৃতিক দুর্যোগ।’

পাকিস্তানের তথাকথিত রেজিলিয়েন্ট রিকভারি, রিহ্যাবিলেটেশন অ্যান্ড রিকনস্ট্রাকশন ফ্রেমওয়ার্কের দেওয়া তথ্যানুসারে, তাদের আগামী তিন বছরে ১ হাজার ৬৩০ কোটি ডলার প্রয়োজন। দেশটির সরকার বলছে, এ খরচের অর্ধেক সামাল দেওয়া যাবে। অবশিষ্ট অর্থের জন্য আন্তর্জাতিক মহলের সহায়তা প্রয়োজন। 

সম্মেলনে শাহবাজ শরিফের বক্তব্যেও উঠে এসেছে বিষয়টি। তিনি বলেন, ‘আমি টেকসই আন্তর্জাতিক সহায়তা পরিকল্পনার আহ্বান জানাচ্ছি। আমি নতুন লাইফলাইন চাচ্ছি। আমাদের ক্ষয় হয়েছে, ক্ষতি হয়েছে।’

পাকিস্তানের যে সহায়তা প্রয়োজন, তা উঠে এসেছে জাতিসংঘের উন্নয়নবিষয়ক সংস্থা ইউএনডিপির প্রধান আখিম স্টাইনারের বক্তব্যেও। সম্মেলনের আগে তিনি বলেন, যদি বিশ্ব ব্যবস্থা না নেয় এবং সহায়তা না করে, তাহলে পাকিস্তান ‘ব্যাপক দুর্দশার’ মুখোমুখি হবে। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা