× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নিলামে উঠছে চারশ বছরের পুরোনো বাইবেল

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৩ ১৬:৪৯ পিএম

আপডেট : ০৯ জানুয়ারি ২০২৩ ১৬:৫১ পিএম

জেনেভা বাইবেলের কপিটির মূল্যমান পাঁচ হাজার থেকে দশ হাজার পাউন্ডের মধ্যে নির্ধারণ করা হয়েছে।  ছবি: সংগৃহীত

জেনেভা বাইবেলের কপিটির মূল্যমান পাঁচ হাজার থেকে দশ হাজার পাউন্ডের মধ্যে নির্ধারণ করা হয়েছে। ছবি: সংগৃহীত

নিলামে উঠছে চারশ’ বছরের পুরোনো জেনেভা বাইবেল। যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের এক শহরের প্রতিষ্ঠাতা ‘নিউ ওয়ার্ল্ডে’ নিয়ে এসেছিলেন বাইবেলটি। এখন সেটিই যুক্তরাজ্যের পূর্ব বেলফাস্ট থেকে তোলা হচ্ছে নিলামে। সূত্র: বিবিসি

ব্লুমফিল্ড অকশনস বলছে, বাইবেলের কপিটির মূল্যমান পাঁচ হাজার থেকে দশ হাজার পাউন্ডের মধ্যে নির্ধারণ করা হয়েছে। 

জেনেভা বাইবেলকে ধরা হয় প্রথম যান্ত্রিকভাবে মুদ্রিত বাইবেল হিসেবে। কিং জেমস বাইবেলেরও অর্ধশতক আগে ১৫৬০ সালে  মুদ্রিত হয়েছিল কপিগুলো। সে সময় জনসাধারণের হাতে বিতরণের উদ্দেশ্যে প্রচুর সংখ্যক ছাপা হয়েছিল এটি।

যে বাইবেলটি নিলামে উঠছে সেটি ১৬১৫ সালে মুদ্রিত এবং ১৬৩৩ সালে এলিজাবেথ পোল নামের এক নারী যুক্তরাষ্ট্রে নিয়ে এসেছিলেন। পরবর্তীতে ম্যাসাচুসেটসের টাওনটন শহর প্রতিষ্ঠায় ভূমিকা রাখেন এলিজাবেথ। তাঁকে ধরা হয় উত্তর আমেরিকায় শহর প্রতিষ্ঠাকারী প্রথম নারী হিসেবে।  

নিলামে ওঠার অপেক্ষায় থাকা জেনেভা বাইবেলটির কপিটি মুদ্রণ করেছিলেন রবার্ট বেকার নামের এক ব্যক্তি। ব্লুমফিল্ড অকশনসের ব্যবস্থাপনা পরিচালক কার্ল বেনেট বলেন, বাইবেলটির ঐতিহাসিক গুরুত্ব এবং এর সঙ্গে আধুনিক যুক্তরাষ্ট্রের সংযোগের কারণে বিশ্বব্যাপী আগ্রহ তৈরি হবে বলে প্রত্যাশা রয়েছে।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা