× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

যুক্তরাষ্ট্রে এক পরিবারের ৮ জনকে যে কারণে হত্যা

প্রবা ডেস্ক

প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৩ ১৫:৫৪ পিএম

আপডেট : ০৬ জানুয়ারি ২০২৩ ১৬:১৬ পিএম

যুক্তরাষ্ট্রে এক পরিবারের ৮ জনকে যে কারণে হত্যা

যুক্তরাষ্ট্রে ইউটা রাজ্যের এনোক শহরে এক পরিবারের ৮ জনের গুলি করে হত্যার ঘটনার রহস্য উদঘাটন করেছে পুলিশ। প্রথমে ঘটনাটিকে ক্লুলেস বললেও পরে তারা খুনিকে শনাক্ত করতে পেরেছে। 

বিবিসি জানিয়েছে, ওই বাড়ির ৪২ বছর বয়সি মাইকেল হাইট ওই খুনের ঘটনা ঘটিয়েছেন। তার স্ত্রী বিবাহবিচ্ছেদের জন্য আবেদন করার পরে তিনি তার পরিবারের সাত সদস্যকে গুলি করে হত্যা করেন। এরপর তিনি নিজেও আত্মহত্যা করেন বলে পুলিশ জানিয়েছে।

রুটিন মাফিক ওয়েলফেয়ার তল্লাশির সময় গত বুধবার (৪ জানুয়ারি) বাড়ির ভেতরে এক পরিবারের ৮ জনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়।

পুলিশ বলছে, নিহতদের মধ্যে ওই ব্যক্তির স্ত্রী, তার পাঁচ সন্তান এবং তার শাশুড়ি রয়েছেন।

সিটি ম্যানেজার রব ডটসন বলেছেন, ওই ঘটনায় শহরটির অধিবাসীরা শোকেস্তব্ধ। নিহত পাঁচ শিশুর মধ্যে তিন মেয়ে এবং দুই ছেলে রয়েছে।

পুলিশ কর্মকর্তারা নিশ্চিত করেছেন যে, মাইকেল হাইটের স্ত্রী গত ২১ ডিসেম্বর বিবাহবিচ্ছেদের জন্য আবেদন করেছিলেন।

পরিবারের একজন বন্ধু টিনা ব্রাউন কেএসটিইউ টিভিকে বলেছেন, ‘তৌশা খুব দয়ালু এবং উদার ব্যক্তি ছিলেন। তিনি কখনও কারও সম্পর্কে খারাপ কিছু বলেননি। তিনি অক্লান্তভাবে মানুষের সেবা করতেন।’

ইউটা রাজ্যের মেয়র জেফরি চেস্টনাটসহ শহরের কর্মকর্তারা ওই ঘটনায় শোক প্রকাশ করেছেন।

মেয়র জেফরি চেস্টনাট বলেন, ‘প্রতিবেশীর বাড়িতে যেসব ঘটনা ঘটে, এই ঘটনা তেমন নয়। হাইট পরিবার তার প্রতিবেশী ছিল। ওই বাড়ির ছোট বাচ্চারা আমার ছেলেদের সাথে আমার উঠোনে খেলত।’

ইউটার গভর্নর স্পেন্সার কক্স ওই ঘটনাকে ‘বুদ্ধিহীন সহিংসতা’ বলে আখ্যায়িত করে ক্ষতিগ্রস্তদের জন্য তার সমবেদনা জানিয়ে টুইট করেছেন।

প্রেসিডেন্ট জো বাইডেন এবং ফার্স্ট লেডি জিল বিডেনও তাদের শোকপ্রকাশ করেছেন।

হোয়াইট হাউসের মুখপাত্র কারিন জিন-পিয়ের এক বিবৃতিতে বলেছেন, ‘স্যান্ডি হুক ট্র্যাজেডির ১০ বছর পূর্ণ হওয়ার এক মাসেরও কম সময় পরে, এনোক সিটিতে আরেকটি গণগুলির ঘটনায় ফের পাঁচ শিশুর মৃত্যু হয়েছে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা