× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আলজেরিয়ায় দাবানলে ২৬ জনের মৃত্যু

প্রবা ডেস্ক

প্রকাশ : ১৮ আগস্ট ২০২২ ১০:৪০ এএম

আপডেট : ১৮ আগস্ট ২০২২ ১৩:০২ পিএম

আলজেরিয়ায় দাবানলে ব্যাপক প্রাণহানি ঘটেছে

আলজেরিয়ায় দাবানলে ব্যাপক প্রাণহানি ঘটেছে

আলজেরিয়ায় দাবানলে অন্তত ২৬ জনের প্রাণহানি ঘটেছে। আহত হয়েছেন বহু মানুষ। হতাহতের পাশাপাশি এতে সম্পদেরও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী কামেল বেলজুদ জানিয়েছেন, তিউনিসিয়ার সীমান্তসংলগ্ন এল তারাফে ২৪ জনের ও সেতিফে এক মা ও তার কন্যার মৃত্যু হয়েছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় ফায়ার সার্ভিসের কর্মীরা হেলিকপ্টারের সহায়তা নিয়ে বেশ কয়েকটি অঞ্চলে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। এ ঘটনায় উত্তরাঞ্চলের বিভিন্ন প্রদেশ থেকে প্রায় ৩৫০ জন বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়েছে।

উদ্ধারকর্মীরা জানান, এল তারাফের অবস্থা সবচেয়ে নাজুক। সেখানে ১৬টি আগুন অগ্রসর হওয়ার পর্যায়ে রয়েছে। 

স্থানীয় প্রশানসিক কর্মকর্তারা জানান, দাবানলে শহরটির বহু বাড়ি পুড়ে গেছে এবং আগুন আশপাশের অনেক গ্রামে ছড়িয়ে পড়েছে।

আলজেরিয়ার উত্তরাঞ্চলে প্রতি বছর দাবানল হয়। গত বছর এখানে দাবানলে অন্তত ৯০ জনের মৃত্যু এবং এক লাখেরও বেশি বনভূমি পুড়ে ছাই হয়েছিল।

বুধবারের মৃতদের নিয়ে এই গ্রীষ্মে দেশটিতে দাবানলে মোট মৃত্যুর সংখ্যা ৩০ জনে দাঁড়াল।

চলতি গ্রীষ্মে আলজেরিয়ার পাশাপাশি ভূমধ্যসাগরীয় অঞ্চলের বেশ কয়েকটি দেশে ভয়াবহ দাবানল দেখা গেছে। এসব দেশের মধ্যে ইউরোপের ফ্রান্স, গ্রিস, পর্তুগাল, স্পেন ও ইতালিও রয়েছে।

প্রবা/এইচকে/এমজে

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা