× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ক্ষেপণাস্ত্র হামলায় ৪০০ রুশ সেনা নিহতের দাবি ইউক্রেনের

প্রবা ডেস্ক

প্রকাশ : ০২ জানুয়ারি ২০২৩ ২০:২২ পিএম

আপডেট : ০২ জানুয়ারি ২০২৩ ২১:০৫ পিএম

ক্ষেপণাস্ত্র হামলায় ৪০০ রুশ সেনা নিহতের দাবি ইউক্রেনের

রাশিয়ার দখল করা দোনেৎস্ক অঞ্চলে ক্ষেপণাস্ত্র হামলায় প্রায় ৪০০ রুশ সেনা নিহত হয়েছে বলে দাবি করেছে ইউক্রেন। 

বিবিসির খবরে বলা হয়েছে, ক্ষেপণাস্ত্রটি ওই অঞ্চলের মাকিভকা শহরের একটি ভবনে আঘাত হানে, যেখানে রাশিয়ার সেনারা অবস্থান করছিল বলে ধারণা করা হয়েছিল। ঠিক কতজন সেনা নিহত হয়েছে, তা যাচাই করা যায়নি। তবে ওই অঞ্চলের রুশপন্থী কর্তৃপক্ষ হতাহতের কথা স্বীকার করেছে। 

ইউক্রেনের রাজধানী কিয়েভে রবিবার রাতেও রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত ছিল। একইসঙ্গে বিমান হামলার শব্দও শোনা যায়।

দোনেৎস্ক অঞ্চলের রুশ দখলকৃত অংশের একজন সিনিয়র রুশ সমর্থিত কর্মকর্তা ড্যানিল বেজসোনভ বলেছেন, নববর্ষের দিন মধ্যরাতের দুই মিনিট পর ক্ষেপণাস্ত্রটি মাকিভকাতে আঘাত হানে। তিনি যুক্তরাষ্ট্রের দেওয়া ক্ষেপণাস্ত্রের কথা উল্লেখ করে  বলেন, ‘আমেরিকান এমএলআরএস হিমারস থেকে ভোকেশনাল স্কুলে বড় ধরনের আঘাত হানে।’

বেজসোনভ মেসেজিং অ্যাপ টেলিগ্রামে একটি পোস্টে উল্লেখ করেছেন, ‘হতাহতের সঠিক সংখ্যা এখনও অজানা।’

বেশ কয়েকজন রাশিয়ান ভাষ্যকার এবং ব্লগার ওই হামলার কথা স্বীকার করেছেন। তবে তাদের দাবি, ইউক্রেন নিহতের যে সংখ্যা দাবি করেছে, প্রকৃত সংখ্যা তার চেয়ে কম।

রাশিয়ার একজন উপস্থাপক ভ্লাদিমির সলোভিভ টেলিগ্রামে লিখেছেন, এ  হামলায় উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে, তবে নিহতের সংখ্যা ৪০০ এর কাছাকাছিও নয়। তার চেয়ে অনেক কম।’

ইগর গিরকিন নামের একজন রাশিয়ার প্রবীণ সামরিক ভাষ্যকার বলেছেন, শত শত নিহত ও আহত হয়েছে এবং ভবনটি প্রায় সম্পূর্ণ ধ্বংস হয়েছে। তিনি আরও বলেন, সৈন্যদের সঙ্গে ওই ভবনে গোলাবারুদও মজুত করা হয়েছিল। এতে করে ক্ষতির পরিমাণ বেড়ে গেছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা