× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

যুক্তরাজ্যে শ্রমিক সংকট

নষ্ট হতে পারে সাড়ে ৭ কোটি ডলারের ফসল

প্রবা ডেস্ক

প্রকাশ : ১৭ আগস্ট ২০২২ ১৪:৫৭ পিএম

আপডেট : ১৭ আগস্ট ২০২২ ১৫:৩৩ পিএম

ছবি; এএফপি।

ছবি; এএফপি।

যুক্তরাজ্যে শ্রমিক সংকটের কারণে সাড়ে সাত কোটি ডলার সমমূল্যের শস্য নষ্ট হয়ে যেতে পারে বলে আশঙ্কা করছে দেশটির ন্যাশনাল ফার্মার্স ইউনিয়ন (এনএফইউ)।

বছরের প্রথমার্ধে শস্য উত্তোলন নিয়ে করা ন্যাশনাল ফার্মার্স ইউনিয়নের (এনএফইউ) এক সমীক্ষার বরাতে রুশ সংবাদমাধ্যম আরটি এ তথ্য জানিয়েছে।

কৃষক নেতারা ইউনিয়নকে জানান, ফসল কাটার পর্যাপ্ত লোক না থাকায় ক্ষেতেই পচে যাচ্ছে ফল ও সবজি।

তারা সরকারকে ফসলী মৌসুমে শ্রমিক কর্মসূচি বাড়াতে এবং এই খাতে আরও বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান।

সমীক্ষার তথ্য মতে, কেবল মৌসুম ভিত্তিক কাজ হওয়ায় খামার শিল্পগুলো এ কাজের জন্য শ্রমিকদের আকৃষ্ট করতে পারছে না। এ ছাড়া অপেক্ষাকৃত কম বেতনে অধিক শারীরিক শ্রম দিতেও চায় না শ্রমিকেরা। পাশাপাশি ব্রেক্সিটের কারণে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে নিয়োগও বেশ জটিল হয়ে পড়েছে।

১৯৩৫ সালের পর যুক্তরাজ্যের সবচেয়ে শুষ্কতম জুলাই ছিল এ বছরে। যা ফসল উৎপাদনকে আরও ক্ষতিগ্রস্ত করেছে।

চাষীরা এখন আশা করছে আগামী বছর উৎপাদন আরও চার দশমিক চার শতাংশ কমে যাবে। ২০২০ সালে দেশের ফল ও সবজির উৎপাদনের মূল্য ছিল প্রায় সাড়ে ৩২৫ কোটি ডলার।

ব্রিটেনে জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ার এ সময়ে ফসলের ক্ষতি দেশটির অবস্থা আরও খারাপ করে দিতে পারে।

ব্লুমবার্গকে দেওয়া সাক্ষাৎকারে এনএফইউর ডেপুটি প্রেসিডেন্ট টম ব্র্যাডশো বলেন, সারাদেশের মানুষগুলো জীবনযাত্রার ব্যয় বাড়ার কারণে দিনের খাবারের চাহিদা পূরণে হিমশিম খাচ্ছে। এমন সময়ে এসে ক্ষেত্রে মানসম্পন্ন, পুষ্টিকর খাবার নষ্ট হয়ে যাওয়া প্রতারণার চেয়ে কম কিছু না।

প্রবা/এনএস/

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা