× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

উড়োজাহাজ ‘সংঘর্ষ’ নিয়ে মিথ্যাচার করছে যুক্তরাষ্ট্র, অভিযোগ চীনের

প্রবা ডেস্ক

প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৩ ১৮:০২ পিএম

আপডেট : ০১ জানুয়ারি ২০২৩ ১৮:২৬ পিএম

চীনা জে-১১-এর ওপরে ইউএস আরসি-১৩৫ মডেলের একটি উড়োজাহাজ। দক্ষিণ চীন সাগরে ২১ ডিসেম্বর। ছবি: সংগৃহীত

চীনা জে-১১-এর ওপরে ইউএস আরসি-১৩৫ মডেলের একটি উড়োজাহাজ। দক্ষিণ চীন সাগরে ২১ ডিসেম্বর। ছবি: সংগৃহীত

দক্ষিণ চীন সাগরে গত সপ্তাহে একটি চীনা ফাইটার জেট ও যুক্তরাষ্ট্রের একটি উড়োজাহাজের মধ্যে সংঘর্ষের ঝুঁকি তৈরি হয়েছিল। গত ২১ ডিসেম্বর উড়োজাহাজ দুটি ছয় মিটারের (২০ ফুট) মধ্যে চলে আসলে এমন শঙ্কা তৈরি হয়। চীনা পাইলট ইচ্ছাকৃতভাবেই এমনটি করেছেন বলে গত ৩০ ডিসেম্বর এক বিবৃতি দিয়েছে যুক্তরাষ্ট্র। কিন্তু নিজেদের পাইলট নয়, বরং যুক্তরাষ্ট্রের পাইলটই পরিকল্পিতভাবে বিপর্যয়কর পরিস্থিতি তৈরি করেছিল বলে শনিবার (৩১ ডিসেম্বর) এক বিবৃতিতে পাল্টা অভিযোগ করেছে চীন। 

শনিবার চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তিয়ান জুলিন যুক্তরাষ্ট্রের অভিযোগ প্রত্যাখ্যান করে বলেন, ‘আন্তর্জাতিক আইন মেনে আমাদের পাইলট অত্যন্ত পেশাদারিত্বের সঙ্গে জেটটি চালাচ্ছিলেন। অদূরে ছিল যুক্তরাষ্ট্রের একটি উড়োজাহাজ। এক পর্যায়ে মার্কিন পাইলট হঠাৎ তার অবস্থান পরিবর্তন করে। ফলে একটি বিপর্যয়কর পরিস্থিতি তৈরি হয়। কিন্তু আমাদের পাইলটের সাহসী পদক্ষেপের কারণে দুর্ঘটনা এড়ানো গেছে।’

‘কিন্তু যুক্তরাষ্ট্র ওই ঘটনা নিয়ে মিথ্যাচার করছে। তারা জনগণকে বোকা বানানোর চেষ্টা করছে। কালোকে সাদা বানাতে চাচ্ছে। আন্তর্জাতিক মত নিজেদের পক্ষে নিতে চাচ্ছে। যুক্তরাষ্ট্রকে আমরা সতর্ক করে দিতে চাই, আন্তর্জাতিক আইন ও সম্মতি মেনেই এই অঞ্চলের জল ও আকাশ সীমায় আপনাদের বিচরণ করতে হবে।’

চীনা কমিউনিস্ট পার্টির মুখপাত্র গ্লোবাল টাইমস জানায়, চীনা প্রতিরক্ষা মন্ত্রণালয় ঘটনার একটি ভিডিও ফুটেজও প্রকাশ করেছে। ফুটেজে দেখা যায়, দক্ষিণ চীন সাগরের একটি অঞ্চলে ইউএস আরসি-১৩৫ মডেলের একটি উড়োজাহাজ হঠাৎ অবস্থান পরিবর্তন করে এবং অদূরে থাকা চীনা ফাইটার জেট জে-১১-এর দিকে বিপজ্জনকভাবে ধেয়ে যায়। কিন্তু চীনা পাইলট দ্রুত গতিপথ বদলান। আরসি-১৩৫ একটি গোয়েন্দা উড়োজাহাজ।

২১ ডিসেম্বরের ঘটনার পর ৩০ ডিসেম্বর (শুক্রবার) যুক্তরাষ্ট্রের ইন্দো-প্যাসিফিক কমান্ড দাবি করেন, যুক্তরাষ্ট্রের আরসি-১৩৫ নিয়মিত টহলে ছিল। তখন একটি চীনা ফাইটার জেট তাদের উড়োজাহাজের দিকে ধেয়ে আসে। কিন্তু মার্কিন পাইলট দক্ষতার সঙ্গে পরিস্থিতি সামাল দেন। 

যুক্তরাষ্ট্রের ইন্দো-প্যাসিফিক কমান্ডও একটি ভিডিও ফুটেজ প্রকাশ করেছে। ভিডিওতে দুটি উড়োজাহাজকে পাশাপাশি চলতে দেখা গেছে। 

দক্ষিণ চীন সাগর নিয়ে চীনের সঙ্গে প্রতিবেশী বিভিন্ন দেশসহ যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের বিরোধ রয়েছে। বেইজিং মনে করে, দক্ষিণ চীন সাগর পুরোটা তাদের। কিন্তু ওয়াশিংটনের দাবি, আন্তর্জাতিক আইন মেনে এই সাগরে টহল দেওয়ার অধিকার রয়েছে যুক্তরাষ্ট্রের। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা