× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চীনকে ঠেকাতে বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ বাড়াচ্ছে তাইওয়ান

প্রবা ডেস্ক

প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০২২ ১৮:০৩ পিএম

আপডেট : ২৭ ডিসেম্বর ২০২২ ২০:১৮ পিএম

সম্ভাব্য চীনা আগ্রাসন মোকাবিলায় প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করছে তাইওয়ান। মহড়ায় তাওয়ানের সেনারা। গত অক্টোবরে। ছবি : সংগৃহীত

সম্ভাব্য চীনা আগ্রাসন মোকাবিলায় প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করছে তাইওয়ান। মহড়ায় তাওয়ানের সেনারা। গত অক্টোবরে। ছবি : সংগৃহীত

তাইওয়ান প্রাপ্তবয়স্কদের বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণের মেয়াদ চার মাস থেকে বাড়িয়ে এক বছরের উন্নীত করছে। ২০২৪ সালের জানুয়ারি থেকে এটা কার্যকর হবে। ২০০৫ সালের ১ জানুয়ারি জন্মগ্রহণকারীরা নতুন আইনের আওতায় পড়বে। মঙ্গলবার তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং-ওয়েন রাজধানী তাইপেতে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন। এটা সম্ভাব্য চীনা আগ্রাসন মোকাবিলায় তাইওয়ানের প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানোর অংশ। 

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) সংবাদ সম্মেলনে সাই ইং-ওয়েন বলেন, ‘চীনা হুমমি ক্রমশ স্পষ্টতর হচ্ছে। এই অবস্থায় বসে থাকলে চলবে না। প্রিয় দেশবাসী, আমরা যুদ্ধ চাই না। কিন্তু মনে রাখবেন, শান্তি আকাশ থেকে নেমে আসে না। এটা নিশ্চিত করতে হয়।’

‘এই পরিস্থিতে কনস্ক্রিপ্ট বা সৈন্যদলে বাধ্যতামূলক নিযুক্তি চার মাস থেকে বাড়িয়ে এক বছর করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। পরিস্থিতি যেভাবে দ্রুত বদলাচ্ছে, তাতে নাগরিকদের বাধ্যতামূলক চার মাসের সামরিক প্রশিক্ষণ কোনোমতেই যথেষ্ট নয়। তাই বাড়িয়ে এক বছর করা হয়েছে।’

‘নতুন কনস্ক্রিপ্টদের নিবিড় প্রশিক্ষণের মধ্য দিয়ে যেতে হবে। প্রশিক্ষণে যুক্তরাষ্ট্রসহ আমাদের অন্য মিত্ররা সহায়তা করবেন।’ 

রয়টার্স ও বিবিসির প্রতিবেদনে বলা হয়, স্বায়ত্তশাসিত দ্বীপ তাইওয়ানে একটা সময় প্রাপ্তবয়স্ক নাগরিকদের তিন বছরের সামরিক প্রশিক্ষণ বাধ্যতামূলক ছিল। নব্বইয়ের দশকের শুরু থেকে বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণের মেয়াদ কয়েক দফায় রদবদল করা হয়। কখনও তা করা হয়েছে এক বছর, আবার ১০ মাস, সর্বশেষ চার মাস।

এসব পরিবর্তনের পেছনে অন্যতম যুক্তি ছিল, দ্বীপটির নাগরিকেরা বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণের ঘোরতর বিরোধী। বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণের মেয়াদ কমানো ফলে, দ্বীপটির প্রতিরক্ষা ব্যবস্থা দুর্বল হয়ে পড়েছে বলে মনে করেন সংশ্লিষ্টরা। 

১৯৪৯ সাল বা মাও সে তুংয়ের নেতৃত্বে চীনা কমিউনিস্ট পার্টির ক্ষমতা গ্রহণের আগ পর্যন্ত তাইওয়ান মূল চীনের অংশ ছিল। বিপ্লবের পর তৎকালীন চীনা প্রেসিডেন্ট চিয়াং কাই-শেক তাইওয়ানে পালিয়ে যান। ১৯৭৫ সালে মৃত্যুর আগ পর্যন্ত গণপ্রজাতন্ত্রী চীন নামে তাইওয়ানের প্রেসিডেন্ট ছিলেন চিয়াং কাই-শেক। তিনি নিজেকে পুরো চীনের প্রেসিডেন্ট দাবি করতেন।

অন্যদিকে বিপ্লবের পর গণপ্রজাতন্ত্রী চীন নামে মূল চীনে প্রতিষ্ঠিত কমিউনিস্ট সরকার শুরু থেকেই তাইওয়ানকে নিজেদের অংশ বলে দাবি করতে থাকে। শান্তিপূর্ণভাবে না পারলে প্রয়োজনে বল প্রয়োগ করে দ্বীপটি নিজেদের অংশ করার প্রত্যয় বারবার ব্যক্ত করেছেন চীনের বর্তমান প্রেসিডেন্ট শি জিনপিং। 

এ অবস্থায় গত আগস্টে বেইজিংয়ের আপত্তি সত্ত্বেও তাইওয়ান সফর করেন যুক্তরাষ্ট্রের পার্লামেন্টের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি। প্রতিক্রিয়ায় তাইওয়ানের চারপাশে নজিরবিহীন সামরিক মহড়া শুরু করে বেইজিং। 

সর্বশেষ সোমবার (২৬ ডিসেম্বর) যুদ্ধবিমানসহ চীনের ৭১টি উড়োজাহাজ তাইওয়ানের আকাশসীমায় প্রবেশ করে। একসঙ্গে এতগুলো চীনা উড়োজাহাজ এর আগে আর কখনও তাইওয়ানের আকাশসীমায় প্রবেশ করেনি। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা