× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মধ্যপ্রাচ্যে শান্তির সন্ধান, জর্ডানে আঞ্চলিক ও বিশ্ব নেতাদের বৈঠক

প্রবা ডেস্ক

প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২২ ১৮:২৩ পিএম

জর্ডানের ২১ ডিসেম্বর ‘দ্য বাগদাদ সামিট-২’ অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণকারী আঞ্চলিক ও বিশ্ব নেতারা। ছবি: সংগৃহীত

জর্ডানের ২১ ডিসেম্বর ‘দ্য বাগদাদ সামিট-২’ অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণকারী আঞ্চলিক ও বিশ্ব নেতারা। ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্য প্রাকৃতিক সম্পদে ভরপুর এক অঞ্চলের নাম। ভৌগোলিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ অঞ্চলটিতে যুদ্ধ-বিগ্রহ লেগেই আছে। মূলত সৌদি আরব ও ইরানকে কেন্দ্র করে ঘুরপাক খাচ্ছে তেল ও গ্যাসসমৃদ্ধ অঞ্চলটির ভাগ্যচক্র। অঞ্চলটিতে স্থিতিশীলতা ও শান্তি ফেরাতে প্রায় বছরখানেক বন্ধ থাকার পর বুধবার জর্ডানে দ্বিতীয় ‘বাগদাদ কনফারেন্স ফর কোঅপারেশন অ্যান্ড পার্টনারশিপের’ দ্বিতীয় শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।  

বুধবার (২১ ডিসেম্বর) জর্ডানে অনুষ্ঠিত বাগদাদ কনফারেন্স ফর কোঅপারেশন অ্যান্ড পার্টনারশিপের বা ‘দ্য বাগদাদ সামিট-২’ এ মধ্যপ্রাচ্যের প্রায় সব দেশ অংশ নেয়। অংশ নেয় পশ্চিমা দেশ ও জোটের নেতারা। অংশগ্রহণকারী দেশ ও জোটগুলো হলো ইরাক, জর্ডান, তুরস্ক, মিসর, কুয়েত, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত (ইউএই), কাতার, ওমান, বাহরাইন, ইরান, ফ্রান্স, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এবং জাতিসংঘ। 

২০২১ সালে বাগদাদে অনুষ্ঠিত প্ল্যাটফর্মটির প্রথম শীর্ষ সম্মেলনে ওমানকে আমন্ত্রণ জানানো হয়নি, এবার জানানো হয়েছে। মধ্যপ্রাচ্যের অপর দুই দেশ সিরিয়া ও লেবাননকে গতবার ও এবার কোনটাতেই আমন্ত্রণ জানানো হয়নি। 

মধ্যপ্রাচ্যবিষয়ক গণমাধ্যম আল-মনিটরের এক প্রতিবেদনে বলা হয়, বাগদাদ সামিট-২ নিয়ে বুধবার ফরাসি প্রেসিডেন্টের কার্যলয় থেকে একটি বিবৃতি দেওয়া হয়েছে। এতে বলা হয়, ইরাকে স্থিতিশীলতা ফেরাতে, নিরাপত্ত বাড়াতে এবং উন্নয়নের নতুন ধারা তৈরি করতেই এই শীর্ষ সম্মেলন আয়োজন করা হয়েছে। তবে সার্বিকভাবে মধ্যপ্রাচ্যের নিরাপত্ত, অগ্রগতি, উন্নয়ন নিয়ে আঞ্চলিক ও আন্তর্জাতিক সহযোগিতা এবং মিত্রতা বাড়ানো এই সম্মেলনের সাধারণ উদ্দেশ্য।’ ইরাকি প্রধানমন্ত্রী কার্যালয়ের বিবৃতিতেও প্রায় একই ধরনের মন্তব্য করা হয়েছে। 

জর্ডানে বুধবারের বৈঠকের আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির-আব্দুল্লাহিয়ান ইইউর পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেপ বোরেলের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন। বৈঠক শেষে তিনি সাংবাদিকদের বলেন, ‘এ সম্মেলন ইরান পরমাণু চুক্তি এগিয়ে নিতে সাহায্য করবে। অল্প কিছু বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি। তা নিয়ে বোরেলের সঙ্গে আলোচনা হয়েছে।’

অন্যদিকে, শীর্ষ সম্মেলনের শেষে এক টুইটে ইরানি পররাষ্ট্রমন্ত্রী জানান, ‘আলোচনা অব্যাহত রাখতে সম্মত হয়েছে সৌদি আরব। এটা সুখবর।’

সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল-সৌদ বলেন, ‘আলোচনা সব সময় ভালো জিনিস। আমরা চাই আলোচনা অব্যাহত থাকুক। এতে সবার মঙ্গল।’

বৈঠকে ইরাকি প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল-সুদানী বলেন, ‘আঞ্চলিক ও আন্তর্জাতিক শক্তিগুলোর মধ্যে ভারসাম্য রক্ষা করে চলতে ইরাক বদ্ধপরিকর। আঞ্চলিক স্থিতিশীলতা ফেরাতে আমরা সবপক্ষের মধ্যে আলোচনা অব্যাহত রাখতে চাই।’

ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাঁখো বলেন, ‘আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে এমনও পথ আছে, যেখানে কোনো পক্ষ আধিপত্য বিস্তার করবে না। মধ্যপ্রাচ্যে আমাদের এমন একটি পথ খুঁজে বের করতে হবে। ইরাকে বাহিরের কোনো শক্তির হস্তক্ষেপ মেনে নেবে না ফ্রান্স।’

মধ্যপ্রাচ্যে আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে প্রতিদ্বন্দ্বীতা করছে সৌদি আরব ও ইরান। ২০০৩ সালে যুক্তরাষ্ট্র ও ন্যাটোর ইরাক হামলার পর সৌদি ও ইরানের প্রতিদ্বন্দ্বীতা আরও বাড়ে। অন্যদিকে, দেশ দুটি ইয়েমেন গৃহযুদ্ধে বিরোধী শিবিরে অবস্থান করছে। তাছাড়া ইরানের চলমান আধিকার আন্দোলনে সৌদি আরবসহ আরও কিছু দেশ বিক্ষোভকারীদের মদদ দিচ্ছে বলে অভিযোগ করে আসছে তেহরান। 

এদিকে, ইরাক, ফিলিস্তিন, লেবানন ও সিরিয়ায় ইরানের প্রক্সিবাহিনী রয়েছে। এ নিয়ে যুক্তরাষ্ট্রসহ প্রতিবেশীদের সঙ্গে ইরানের মতবিরোধ রয়েছে। ইসরায়েলসহ অঞ্চলটির অধিকাংশ দেশ মনে করে, ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র তৈরি করতে দেওয়া যাবে না। 

ইরানের পরমাণু কার্যক্রম নিয়ে ছয় বিশ্ব শক্তির সঙ্গে ২০১৫ সালে জয়েন্ট কম্প্রিহেনসিভ প্ল্যান অব অ্যাকশন (জেসিপিওএ) বা ইরান চুক্তি করে তেহরান। ২০১৮ সালে ওই চুক্তি থেকে একতরফাভাবে বেরিয়ে যায় ট্রাম্প প্রশাসন। এরপর থেকে চুক্তিটি অচল হয়ে পড়ে। বাইডেন প্রশাসন চুক্তিটিতে ফেরতে মরিয়া। এ জন্য ইইউসহ বিভিন্ন পক্ষের মাধ্যমে পরোক্ষ আলোচনা চালিয়ে যাচ্ছে তেহরান ও ওয়াশিংটন। 



শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা