× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিজেপি সরকার চীনকে উল্টো পুরস্কৃত করছে : কেজরিওয়াল

প্রবা ডেস্ক

প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২২ ১৮:০৪ পিএম

আপডেট : ১৮ ডিসেম্বর ২০২২ ২০:৩১ পিএম

আম আদমি পার্টির জাতীয় কাউন্সিলে কথা বলছেন অরবিন্দ কেজরিওয়াল। দিল্লিতে ১৮ ডিসেম্বর। ছবি : সংগৃহীত

আম আদমি পার্টির জাতীয় কাউন্সিলে কথা বলছেন অরবিন্দ কেজরিওয়াল। দিল্লিতে ১৮ ডিসেম্বর। ছবি : সংগৃহীত

অরুণাচল সীমান্তে ভারত-চীন সেনাদের হাতাহাতি নিয়ে ভারতের রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা অব্যাহত রয়েছে। দিল্লির মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির (আপ) প্রধান অরবিন্দ কেজরিওয়াল রবিবার এক অনুষ্ঠানে বলেন, চীন প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় (এলএসি) আগ্রাসন ক্রমশ বাড়াচ্ছে। এ অবস্থায় পাল্টা পদক্ষেপ না নিয়ে চীনকে উল্টো পুরস্কৃত করছে বিজেপি সরকার। দিল্লিতে রবিবার (১৮ ডিসেম্বর) আপের জাতীয় কাউন্সিলে কেজরিওয়াল ওই মন্তব্য করেন। 

স্ক্রলডটইনের এক প্রতিবেদনে বলা হয়, কেজরিওয়াল বলেন, ‘সীমান্তে আমাদের সেনারা প্রাণ বাজি রেখে লড়াই করছে। কিন্তু সমস্যা হলো আগ্রাসন সত্ত্বেও সরকার চীনকে উল্টো পুরস্কৃত করছে। ২০২০-২১ অর্থবছরে আমারা চীন থেকে ছয় হাজার ৫০০ কোটি ডলার মূল্যের পণ্য আমদানি করেছি। চলতি অর্থবছরে তা বেড়ে প্রায় নয় হাজার ৫০০ কোটি ডলার স্পর্শ করতে যাচ্ছে। যেখানে চীনকে শাস্তি দেওয়া উচিৎ, সেখানে সরকার দেশটিকে উল্টো পুরস্কৃত করছে। ভারতীয় জনতা পার্টির মতলব যে কী, তা বোঝা দায়।’

এ পরিস্থিতিতে চীনাপণ্য বর্জনের ডাক দিয়ে কেজরিওয়াল আরও বলেন, ‘সরকারের দাবি, চীনাপণ্য সস্তা। কিন্তু আমরা সস্তা পণ্য চাই না। ভারতীয়রা দেশপ্রেমিক। ভারতীয় পণ্যের দাম বেশি হলেও তারা তা দ্বিগুণ দামে কিনবে।’ 


শুক্রবার (১৬ ডিসেম্বর) কংগ্রেস নেতা রাহুল গান্ধী অভিযোগ করেন, ‘চীন দীর্ঘদিন ধরে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। কিন্তু বিজেপি সরকার তা ধামাচাপা দিতে চেষ্টা করছে।’ এ মন্তব্যের পর বিজেপির কেন্দ্রীয় প্রেসিডেন্ট জেপি নাড্ডা, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং উত্তর প্রদেশের বিজেপির মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাসহ দলটি শীর্ষ নেতারা রাহুল গান্ধীর তীব্র সমালোচনা করেন।

৯ ডিসেম্বর ভারত-চীন সেনারা অরুণাচল প্রদেশের তাওয়াং সেক্টরে হাতাহাতিতে জড়িয়ে পড়েন। ঘটনার চারদিন পর ভারতের প্রতিরক্ষামন্ত্রী দেশটির পার্লামেন্টে বলেন, ‘চীন এলএসির স্ট্যাটাস বদলাতে চেষ্টা করছে। বড় ধরনের কোনো হতাহতের ঘটনা ঘটেনি।’

পরবর্তীতে অরুণাচল প্রদেশের বিজেপি প্রধান তাপির গাও যুক্তরাজ্যের সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফকে বলেন, ‘চীন সেনাদের সঙ্গে হাতাহাতিতে ভারতের অন্তত ২০ জওয়ান আহত হয়েছেন। আহতদের ছয়জনের অবস্থা গুরুতর। তাদের আসামের গুয়াহাটিতে হাসপাতালে ভর্তি করা হয়েছে।’ 




শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা