× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চীনে ফের দ্রুত ছড়াচ্ছে করোনা, সাংহাইয়ে স্কুল বন্ধের সিদ্ধান্ত

প্রবা ডেস্ক

প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২২ ১০:০৮ এএম

আপডেট : ১৮ ডিসেম্বর ২০২২ ১৩:২৭ পিএম

করোনা সংক্রমণ বাড়ায় ফের অনলাইনে ক্লাসে ফিরছে চীনের সাংহাইয়ের স্কুলগুলো। ছবি : সংগৃহীত

করোনা সংক্রমণ বাড়ায় ফের অনলাইনে ক্লাসে ফিরছে চীনের সাংহাইয়ের স্কুলগুলো। ছবি : সংগৃহীত

করোনা বিধিনিষেধ শিথিল করার পর চীনে করোনাভাইরাসে শনাক্তের সংখ্যা বাড়ছে। ইতোমধ্যে দেশটির বৃহত্তম শহর সাংহাইয়ের অধিকাংশ স্কুলকে অনলাইনে ক্লাস নেওয়ার নির্দেশ দিয়েছে সরকার।

সাংহাইয়ের শিক্ষা ব্যুরোর বরাত দিয়ে রবিবার (১৮ ডিসেম্বর) বিবিসি জানিয়েছে, দেশটির নার্সারি ও শিশুযত্ন কেন্দ্রগুলো সোমবার (১৯ ডিসেম্বর) থেকে বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

চলতি মাসের শুরুর দিকে চীনের জিরো কোভিড নীতির সমালোচনা করে ব্যাপক বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভের মুখে করোনা বিধিনিষেধ শিথিল করা হয়। তবে এরই মধ্যে বিভিন্ন প্রদেশে ফের করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ায় নতুন করে উদ্বেগ বাড়ছে।

দেশটির করোনা পরীক্ষা পদ্ধতি ও রিপোর্টিং সিস্টেমে উল্লেখযোগ্য পরিবর্তনের ফলে ভাইরাসটি কতটা বিস্তৃত হয়েছে তা জানা কঠিন হয়ে পড়েছে।

চীনে ফের করোনা রোগী বাড়ায় হাসপাতাল ও চিকিৎসা কেন্দ্রগুলোয় চাপ বাড়ছে। এ কারণে দেশজুড়ে অস্থায়ী স্বাস্থ্যকেন্দ্র ও নিবিড় পরিচর্যা কেন্দ্রের সুবিধা বাড়ানো হয়েছে। কেবল সাংহাইয়ে অতিরিক্ত ২ লাখ ৩০ হাজার হাসপাতালের শয্যা প্রস্তুত করা হয়েছে। এ অঞ্চলের অনেক শিক্ষক ও কর্মী অসুস্থ হয়ে পড়ায় এরই মধ্যে কিছু স্কুল সশরীরে ক্লাস বন্ধ করে দিয়েছে।

শনিবার চীনের সামাজিক মাধ্যম ওয়েচ্যাটে প্রকাশিত এক বিবৃতিতে সাংহাইয়ের শিক্ষা ব্যুরো ঘোষণা করে, আগামী সোমবার থেকে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের বেশিরভাগ স্কুল অনলাইনে ক্লাস নেবে। তবে যেসব শিক্ষার্থী ও শিশুর বিকল্প শিশুযত্ন কেন্দ্রের ব্যবস্থা নেই তারা স্কুলে যাওয়ার জন্য আবেদন করতে পারবে।

বিবৃতিতে আরও বলা হয়, বর্তমান করোনভাইরাস প্রতিরোধব্যবস্থার সঙ্গে সামঞ্জস্য রেখে শিক্ষক ও শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষার জন্য এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

কিছু চীনা সামাজিক মাধ্যম ব্যবহারকারীরা এ সিদ্ধান্তের প্রশংসা করেছেন এবং তারা সম্মত হয়েছেন যে এ পরিস্থিতিতে শিক্ষার্থীদের বাড়িতে থাকাই উত্তম। অন্যদিকে কিছু নাগরিক অনলাইন শিক্ষার কার্যকারিতা এবং কর্মজীবী ​অভিভাবকদের ওপর অতিরিক্ত চাপের বিষয়ে অভিযোগ করেছেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা